বুদ্ধিমান মানুষের 7 টি সংকেত ! GENIUS PEOPLE SIGNS ! LEONARDO DA VINCHI STORY ! NIKOLA TESLA |
আমার অনেক ফেভারিট একটি মুভি লুসিতে একটি স্টুডেন্ট ওনার প্রফেসরকে জিজ্ঞেস করে কি হবে যদি আমরা ইগনোর করতে থাকি আমাদের ব্রেনকে আর কেউ আমাদের ব্রেনের 100% আনলক করে দেয়
আপনি আপনার ব্রেনের 100% কখনোই ব্যবহার করতে পারবেন না. কিন্তু আপনি আপনার এই পার্সেন্টেজকে বাড়াতে পারেন. আর আপনি একজন জিনিয়াসও হতে পারেন.
আজ আমি আপনাদেরকে বলবো জিনিয়াস মানুষের কিছু পাওয়ারফুল প্রিন্সিপাল সম্পর্কে ইতিহাসের সব থেকে বড় একজন আর্টিস্ট লিওনার্দ দা ভিঞ্চি. ওনার job application লেখা দেখলে আপনি চমকে যাবেন. উনি চাকরি পাওয়ার জন্য এটা লেখেন নি.
এটা আমার নাম
এটা আমার জন্ম তারিখ
এটা আমার নাম্বার
এটা আমার কোয়ালিফিকেশন
এটা আমার এক্সপেরিয়েন্স
এটা আমার হবি
উনি এই সব কিছু লেখেন নি যে আমি এই সমস্ত কিছু জানি তাই আমাকে চাকরিটা দেওয়া হোক. বরং উনি রাজাকে application এ কি লিখেছিলেন সেটা আমি আপনাদের বলছি.
মহারাজ আমি আপনার সামনে চাকরির আবেদন করতে চাই. আমি জানি আপনার কাছে আমার মতো হাজারো লোক চাকরির আবেদন করেছে কিন্তু আমি guarantee দিয়ে বলতে পারি আমার মতো skill আপনি আর কোথাও পাবেন না. নিচে আমি আমার কিছু স্কিল সম্পর্কে আপনাকে জানাচ্ছি.
Skill number 1 :- কোন বড় দুর্গ আপনি ধংস করতে চান আর সেটা বোমা দিয়ে ব্লাস্ট করা যাচ্ছে না। তাহলে তখন আমার কাছে এমন একটি উপায় আছে যার সাহায্যে ওই দুর্গের প্রত্যেকটি পাথরকে ভেঙে ফেলা যাবে. ওই পাথর যত মজবুতই হোক না কেন.
skill number 2:- সমুদ্রের মধ্যে লড়াইয়ের জন্য আমার কাছে এমন হাতিয়ার আছে যা অ্যাটাক করতেও কাজে আসবে. আবার ডিফেন্স করতেও কাজে আসবে. যা বড় বড় গান পাউডার এবং হোমসের মোকাবিলা করতে পারে.
Skill number 3:- আমার কাছে সিক্রেট টানেল তৈরি করার এমন একটি উপায় আছে যার সাহায্যে আমি নদীর নিচে দিয়ে সুড়ঙ্গ তৈরি করতে পারবো অথবা কোনো বিল্ডিং এর নিচে দিয়েও সুড়ঙ্গ তৈরি করতে পারবো.
skill number 4:- এমন হাতিয়ার সম্পর্কে আমি জানি যা অনেক বেশি শক্তিশালী. আর সেটা আমি নিজের হাতে তৈরিও করতে পারব.
Skill number 5:- আমি মার্বেল, প্লে, ব্রোঞ্জ. এই সবকিছু দিয়ে মূর্তি তৈরি করতে পারি. প্রয়োজন পড়লে আমি ভালো painting ও তৈরি করতে পারি.
[আর মোনালিসার painting টা ইনিই তৈরি করেছিলেন.]
Skill number 6:- যখন কোনো যুদ্ধ হবে না যখন চারিদিকে শান্তি থাকবে তখন আমি বিল্ডিং আর্কিটেকচার এবং টাউন প্ল্যানিং এও সাহায্য করতে পারবো. এছাড়া খারাপ জলের ভালো ব্যবস্থা তৈরি করতে পারি. খারাপ জল দ্রুত বেরিয়ে যেতে পারে.
Skill number 7:- আমি এমন ব্রিজ তৈরি করতে পারি যা অনেক মজবুত হবে এবং ওজনে হালকা হবে. আগুনের মোকাবিলা করতে পারবে ও জলের মোকাবিলা করতে পারবে. আর সেটাকে খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়ে সেট করা যাবে.
Skill number 8:- আমিও রথ তৈরি করতে পারি. এমন একটি রথ যার মধ্যে কামান লাগানো থাকবে. যা খুবই গোপনে শত্রূর মধ্যে গিয়ে তাদের মেরে ফেলতে পারে.
আর যদি আপনার রাজ্যের কারোর এমন মনে হয় যে আমি এই সব কিছু করতে পারবো না কেবলমাত্র মুখেই এইসব কথা বলছি. তাহলে আপনি আমাকে বলুন. আমাকে কোথায় আসতে হবে. আমি আমার প্রত্যেকটা skill এর sample আপনাকে দিয়ে দেবো.
এই ছিল জিনিয়াস মানুষ দা ভিঞ্চির job letter লেখার পদ্ধতি. আর এমন এপ্লিকেশন লিখতে পারা সম্ভব তখনই যখন সে এই সবকিছু করতে পারবে. গুলোকেই বলা হয় পলি ম্যাথ. যারা প্রত্যেকটা ফিল্ডের বাদশা হয়.
লিউনা নিউ নর্দদা,
ভিঞ্চি,
সাতটা প্রিন্সিপাল আমাদের সঙ্গে শেয়ার করেছেন. যে প্রিন্সিপাল গুলোকে ব্যবহার করে একটি সাধারণ মানুষ থেকে জিনিয়াসও হতে পারে
প্রিন্সিপাল নাম্বার ওয়ান
প্রত্যেক প্রত্যেকটি মানুষের মধ্যে জিজ্ঞাসা থাকা অনেক দরকার. যেমন এই পোস্ট পড়ার সময় আপনার মনে এখন প্রশ্ন আসছে যে দি যে দ্বিতীয় প্রিন্সিপালটা কি হবে?
প্রিন্সিপাল নাম্বার টু. আপনি যে নলেজ নিয়েছেন সেটাকে বাস্তব জীবনে প্রয়োগ করে দেখুন. দেখুন যে শিক্ষা আপনি অর্জন করেছেন সেটা কোথায় কাজে লাগে?
প্রিন্সিপাল নাম্বার থ্রি. নিজের সেন্সকে মজবুত তৈরি করুন. আর নিজের সেন্সকে ব্যবহার করে সবসময় বর্তমানে থাকার চেষ্টা করুন. সব সময় সজাগ থাকুন. এবং বোঝার চেষ্টা করুন. আপনার চারপাশে কি হচ্ছে.
প্রিন্সিপাল নাম্বার ফোর, নিজের মধ্যে থাকা প্রশ্ন করা বাচ্চাটাকে জাগিয়ে রাখুন. মানুষগুলো confusion কে খুব সহজেই deal করতে পারে. আর এই quality ভিঞ্চির মধ্যে অনেক বেশি ছিল. confusion কে কম্ফোর্টেবল মনে করতেন.
প্রিন্সিপাল নাম্বার ফাইভ আপনাকে আর্ট এবং সাইন্সের মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে. লজিক এবং ইমোশনের মধ্যে একটি কমিউনিকেশন রাখতে হবে. আমাদের একটি ব্রেন লজিকেল হয় আর একটি ব্রেন ইমোশনাল হয়.
[ভিঞ্চি সাহেব বলেন আপনার সম্পূর্ণ ব্রেনকে ডেভেলপ করুন]
প্রিন্সিপাল নাম্বার সিক্স. যদি আপনাকে আপনার ব্রেন সম্পূর্ণ ব্যবহার করতে হয় তাহলে আপনাকে আপনার শরীরের দিকে মনোযোগ দিতে হবে. যেমন স্পোর্টস, জিম, ডায়েট, ইয়োগা, ইত্যাদি.
প্রিন্সিপাল নাম্বার সেভেন সবকিছুর মধ্যেই কানেকশন খুঁজে বার করা
আর এই সাতটি প্রিন্সিপালকে যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করেন তাহলে আপনি একজন জিনিয়াস হয়ে উঠবেন. সমগ্র পৃথিবী একে অপরের সঙ্গে connect হয়ে আছে. যখন আপনি আলাদা আলাদা ফিল্ডে কোনো কিছু শেখার চেষ্টা করেন তখন আপনি দেখে থাকবেন এখানে কিছু জিনিস কমন আছে যেটা আপনি আগেও দেখেছেন মানুষ যত ভালো প্যাটার্ন দেখতে পারে দুটো আলাদা জিনিসের মধ্যে মানুষ তত বেশি জিনিয়াস হয়.
ভিঞ্চি বলেন এই পৃথিবীতে সবকিছু এত বেশি connected আপনি দেখলে অবাক হয়ে যাবেন. Example হিসাবে
[ একদিকে মানুষের ফুসফুসের ছবি আর অন্যদিকে একটি গাছের ছবি. দুটো দেখতে অনেকটা একই রকমের. আর এই দুটোই একে অপরের কারণে বেঁচে আছে. এটা তো কেবলমাত্র ছোট্ট একটি উদাহরণ ছিল]
ভিঞ্চি একজন ভালো set ছিল
ভালো city planner ছিল
ভালো costume designer ছিল
ডিজাইনার ছিল কমিডিয়ান ছিল
ইঞ্জিনিয়ার ছিল
হটস রাইডার ছিল
ইনোভেটর ছিল
জিওলজিস্ট ছিল
ম্যাথামেটিশিয়ান ছিল
মিউজিশিয়ান ছিল
পেইন্টার ছিল
ফিলোজফার ছিল
আর্কিটেক ছিল
ও ভালো একজনের স্টোরি টেলার ছিল
আর উনি কখনোই এটা ভাবেননি যে আমি এত কিছু কিভাবে করতে পারি. কারণ উনি এটা মনে করতেন সবকিছু একে অপরের সঙ্গে connected আছে. সবকিছু একই ভিঞ্চি বলতেন
সবকিছু একটি বৃত্তাকারে একে অপরের সঙ্গে যুক্ত আছে. প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা ভাবে দেখে.
এখন আমি কথা বলবো সেই জিনিসটার যা ছাড়া কোনো মানুষই জিনিয়াসও হতে পারবে না. অর্থাৎ আপনি ওই সাতটা প্রিন্সিপাল কখনোই ফলো করতে পারবেন না. যদি আপনি এটা না জানেন
আর সেটা হচ্ছে একাকীত্ব. প্রত্যেকটা scientist নিজের কাজের সঙ্গে একা সময় কাটিয়েছে.
নিকোলা টেস্টলা ওনার নামে তিনশোরও বেশি পেটেন্ট আছে. উনি নটি ভাষা বলতে পারতেন. আর আজ পৃথিবীতে যত মটর চলছে সব ওনার কারণেই চলছে.
We respect your freedom of speech.
Please don't write anything that might violate someone else's privacy.