How to Start a Small Business in Bangla | Business Motivation in Bengali |
বর্তমান সমাজে চাকরি পাওয়া অনেক কঠিন ব্যাপার।
পড়াশোনা শেষ করে নানা জায়গায় ইন্টারভিউ দেওয়া চাকরি না পেয়ে নানা জনে নানা রকম কথাবার্তা শোনা
আর কেউ যদি পড়াশোনা না করে তাহলে তো তার বারোটা বেজেই রয়েছে
অনেকের আবার চাকরি না থাকার কারণে সময়মতো বিয়ে করতে পারে না
তাই এই বেকারত্ব সমস্যাটি যেন সমাধান করা যায় আর সহজ কিছু করে জীবনের সুখ পাওয়া যায়
এর জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে ছোটখাটো বিজনেস শুরু করা আর পাশাপাশি যারা বিজনেস করতে গিয়ে অসফল হচ্ছেন তারাও আজকের এই আইডিয়াগুলো পড়লে বুঝতে পারবেন বিজনেস শুরু করার আগে কি উচিত ছিল এবং বিজনেস চলাকালীন সময়ে কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে.
আসুন তাহলে আইডিয়া গুলো জেনে নি.
পারফেক্ট আইডিয়া ওয়ান বিজনেস শুরু করার আগে অবশ্যই জেনে নিতে হবে কোন ধরনের বিজনেস করা যাবে. অল্প টাকায় কি কি বিজনেস করা যায় সেটা খুঁজে বের করতে হবে টাকা ছাড়াও কিছু বিজনেস শুরু করা যায় সেগুলো অনলাইন মেসেজ তাই অনলাইন সম্পর্কে কতটা জানি বা বুঝি সে ব্যাপারটাও মাথায় রাখতে হবে business করা যেতে পারে
fast food এর দোকান
ছোটদের ড্রেসের দোকান,
বড়দের ড্রেসের দোকান,
বিউটি পার্লার সেলুন,
মুদি দোকান,
রেস্টুরেন্ট ইভেন্ট পরিচালনা করা,
জুয়েলারির দোকান,
কসমেটিক্সের দোকান
মার্কেটিং এসব নানা রকম বিজনেস যা যা আপনাকে খুঁজে নিতে হবে কোনটি আপনি পারবেন কোনটি আপনার করতে ভালো লাগবে. আর অবশ্যই মনে রাখতে হবে সেই বিজনেসে আপনি অনেক বেশি সময় দিবেন কারণ এর ফলটা আপনিই ভোগ করবেন।
ফারফেক্ট আইডিয়া টু মেঘ এই বিজনেস প্ল্যান বিজনেস শুরু করার আগেই একটি বিজনেস প্ল্যান তৈরি করতে হবে.
যেখানে থাকবে
কত টাকা খরচ হবে?
কিভাবে কাস্টমারকে শুরুতেই সন্তুষ্ট করা যাবে? প্রোডাক্টের প্রাইস কেমন থাকলে কাস্টমার সন্তুষ্ট থাকবে?
প্রোডাক্ট অবশ্য উন্নত মানের রাখতে হবে.
এই সকল বিষয়গুলো অবশ্যই লিখে রাখতে হবে বিজনেসে কোনো ধরনের সমস্যা আসলে কিভাবে সমাধান করা যাবে তা আগে থেকেই মাথায় রাখতে হবে. প্রয়োজনে লিখে রাখতে হবে
পারফেক্ট আইডিয়া থ্রি বিজনেস শুরু করার আগে অবশ্যই
একটা ভালো জায়গা সিলেক্ট করতে হবে.
সেই জায়গার খরচ
সেই জায়গা কেমন পরিমাণ কাস্টমার আসে জায়গাটি পরিচ্ছন্ন কিনা
এইসব নানা বিষয় জেনে নিতে হবে নিজে প্রয়োজনে কয়কদিন গিয়ে দেখতে হবে সুইট এবেল কিনা লোকেশন পছন্দ হলে এবার সেই দোকানের মালিককে কনভারেন্স করতে হবে। যাতে তিনি কম খরচে দোকানটি আপনাকে দিতে রাজি হয়. এতে করে আপনার বাজেটের সুবিধা হবে. অবশ্যই মনে রাখবেন সবসময় দোকানের মালিকের সাথে সুসম্পর্ক মেনটেন করতে হবে এতে করে আপনার কোন ঝামেলা হবে না আর কোন ঝামেলা হলেও সে আপনাকে সাহায্য করবে তাই এই বিষয়গুলো অবশ্যই মনে রাখবেন. আর কেউ যদি নিজেই ওই দোকানের মালিক হয়ে থাকেন তাহলে তো আর কোনো সমস্যাই নেই.
পারফেক্ট আইডিয়া ফোর গিফট ফাইনাল সিং. বিজনেসের শুরুতে
অনেকে অল্প টাকার কারণে বিজনেস করার সাহস পান না.
আবার অনেকের বিজনেস চলাকালীন সময়ে আট সমস্যা দেখা দেয়.
আর সেই সময় অনেকে ভেঙে পড়ে বিজনেস বন্ধ করে দেন.
তাই এই সময়গুলোতে কিভাবে আর্থিক সুবিধা পাওয়া যাবে সেই ব্যবস্থা মাথায় রাখতে হবে
বিভিন্ন ব্যাংকের সাথে কথা বলে জানা যেতে পারে কোন ব্যাংক কেমন পরিমাণ বিজনেস লোন দেন তাদের ইন্টারেস্টে পরিমাণ কেমন?
কতটা সময় তাঁরা সাহায্য করবে?
এই সকল নানা বিষয়. এরপর আপনি আপনার ব্যবসা শুরু অথবা মাঝামাঝি যাই হোক আপনি আপনার ব্যবসার আর্থিক সমস্যা দূর করতে পারবেন
পারফেক্ট আইডিয়া অফ ফাইভ শার্ট আউট কিটিসিজম. বিজনেস চলাকালীন সময় অথবা বিজনেস শুরু করছেন. এটা শুনে অনেকেই অনেক আবোল তাবোল কথা বলতে পারেন অনেকে খোঁচা মারতে পারে আপনার বিজনেস নিয়ে. এসময় তাদেরকে কোনো কথা বা খারাপ আচরণে নয় বরং কাজ করে সফল হয়ে দেখিয়ে দিতে হবে মনে রাখবেন সবাই সবার ভালো চাইলে এই পৃথিবীতে কোনো সমস্যাই থাকতো না তাই এগুলোকে গুরুত্ব দেওয়া যাবে না. বিজনেসে কোন ঝামেলা হলে অন্যের কথা শোনা যাবে না. যা করার নিজে বুদ্ধি ও বিবেচনা দিয়ে করতে হবে.
পারফেক্ট আইডিয়া সিক্স বি প্রডাক্টিভ এন্ড ভেলো ইওর টাইম। সব মানুষই কোন কাজ নিয়ে ব্যস্ত থাকলে কিছু প্রয়োজনীয় কাজ খেয়াল রাখতে ভুলে যায়. যার ফলে সে শারীরিক বা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে. এই অসুস্থতা যেন না আসে আর বিজনেসে সমস্যা না হয়ে তাই
ঠিক মতো ঘুমাতে হবে
স্বাস্থ্যকর খাবার খেতে হবে
বিনোদন উপভোগ করতে হবে.
এক্সারসাইজ করতে হবে.
সময়ের সঠিক ব্যবহার করতে হবে.
কারণ সুস্থ brain, business এ সবচেয়ে বেশি প্রয়োজন. এগুলো মেনটেন করলে আপনি আপনার বিজনেস সঠিকভাবে চালিয়ে যেতে পারবেন
আশা রাখছি এই বিষয়গুলো খেয়াল রাখলে আপনি অবশ্যই বিজনেসে সফল হতে পারবেন আমাদের এই সাইটে আরো অনেক মোটিভেশনাল পোস্ট রয়েছে চাইলে দেখে নিতে পারেন আমার আজকের পোস্ট টি আপনার কাছে উপকারী মনে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন. কেমন লাগলো. ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন. তাতে করে অন্যেরও উপকারে আসবে.
We respect your freedom of speech.
Please don't write anything that might violate someone else's privacy.