Copyright free |
Stock Frottage |
স্টক ভিডিও,
স্টক মিউজিক,
সাউন্ড ডিফেক্ট ভিডিও টেম্পলেটস,
এই সবকিছুর প্রয়োজন হয়. এবং এর জন্য নর্মালি অনেকে পে করতে চাই না.
আবার অনেকে চাই এগুলো যেন ফ্রি হয়।
তো এই পোস্ট এ আমি নতুন কিছু ওয়েবসাইট বলবো. এর মধ্যে মেনলি একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিবো যেটা একদম নতুন এবং এখানে প্রচুর ফ্রি স্টক ফুটেজ place sound আপনি সব কিছু পেয়ে যাবেন.
এবং এছাড়াও আরো দুটি ওয়েবসাইট আমি অ্যাডিশনালই পরিচয় করিয়ে দেবো যাতে আপনাদের অনেকটা সুবিধা হয় এবং লাইব্রেরি যত বেশি হবে যত বেশি আপনি ফুটেজ পাবেন তত আপনার জন্যে ভালো. কন্টেন্ট এর জন্য ভালো.
তো এই পোস্ট আমি সব কিছু ডিটেইলে বলে দেবো এটার ব্যাপারে।
ওকে? চলুন তাহলে স্টার্ট করছি এবং জেনে নিই এই ওয়েবসাইটগুলো এবং এর লাইসেন্সিং এর ব্যাপারগুলো. ঠিক আছে?
1/ mixkit
https://mixkit.co/
তো প্রথমেই যে ওয়েবসাইটটা আমি রেকোমেন্ট করবো এটা হল mixkit. তো এখানে আপনি
পাচ্ছেন স্টক ভিডিও ফুটেজ, স্টক মিউজিক, সাউন্ড ইফেক্টস এবং ভিডিও টেমপ্লেট
এর জন্য আলাদা আলাদা করে সেকশন আছে. আপনারা সেখান থেকে দেখতে পারেন. আপনি ক্যাটাগরি হিসাবেও সিলেক্ট করতে পারেন. যেটা আপনার প্রয়োজন এটাকে ফ্রি তে ডাউনলোড করে নিতে পারেন
এইসব ভিডিও ফুটেজ আপনি আরামসে আপনার ইউটিউব ভিডিওতে ইউজ করতে পারেন. কোনরকম কোন সমস্যা হবে না. ওকে?
যদি stock মিউজিকে যান তো সেখানে পাবেন প্রচুর স্টক মিউজিক . আপনি যেকোনো মিউজিক একটা প্লে করে দেখতে পারবেন . যদি ডাউনলোড করতে হয় তো তাহলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন. ঠিক আছে? এবং কোন টাইপের আ মিউজিক আপনি সার্চ করতে চাইছেন সেটাও সার্চ করতে পারেন। ঠিক আছে?
এখানে , টাইটেল আছে, লোগো আছে, লোয়ার থার্ড আছে. এগুলো ডাউনলোড করা খুব ইজি. এক ক্লিক করলেই এই টেম্পলেট ডাউনলোড হয়ে যাবে. এ ছাড়াও বিভিন্ন logo র sample logo আছে আপনি ইউটিউবের জন্য এখানে টেমপ্লেটস পেয়ে যাবেন. এখানে চ্যানেলের নাম দিয়ে দিলেই এটাকে ইজিলি ইউজ করতে পারেন. প্রচুর কিছু আছে যেগুলো আপনি এই মিক্স কিডে পেয়ে যাচ্ছেন এবং এগুলো কমপ্লিটলি ফ্রি কোনো কিছু জন্য আপনাকে একটি টাকাও পে করার কোনো প্রয়োজন হবে না. ওকে? বোঝা গেল তাহলে? সো আমি আমি রেকোমেন্ট করবো আপনারা এই মিক্স কিট ওয়েবসাইটটা ইউজ করুন এবং এখানে যেহেতু এটা নতুন এখানে প্রচুর কিছু আপনি পেয়ে যাবেন. ঠিক আছে? যেটা আপনার বহুত কাজে আসবে আপনার ইউটিউব ক্যারিয়ারের জন্য. কাজে আসবে মে ওকে?
2/ vecteezy
https://www.vecteezy.com/
নেক্সট অ্যাডিশনাল যে ওয়েবসাইটে আমি দেখাবো বলেছিলাম. সেটা হলো সেকেন্ড হল vecteezy. তো এখানেও আপনি ফটো ভিডিও এই সব কিছু পেয়ে যাবেন. এখান থেকে বিভিন্ন রকম ভিডিও ফুটেজেস পেয়ে যাবেন. এই সবকিছুকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন.
এগুলোকে যদি আপনি ডাউনলোড করতে চান তো তাহলে অ্যাক্টিভিশন দিতে হবে. ঠিক আছে? এক্টিভিশন বলতে আপনাকে vecteezy.com কে মেনশন করতে হবে আপনার ভিডিওতে বা ফাইনাল ক্রেডিটে হোক ডেসক্রিপশনে হোক. এগুলো জানাতে হবে. bur mixkit এর ক্ষেত্রে কিন্তু এরকম কোন প্রবলেম হয়নি. আমরা mixkit কোনরকম অ্যাট্রিবিশান ছাড়াই ব্যবহার করতে পারতাম. ঠিক আছে?
3/ coverr
https://coverr.co/
নেক্সট ওয়েবসাইট হলো coverr.com এখানেও আপনি প্রচুর ভিডিও ফুটেজেস পেয়ে যাবেন. ঠিক আছে. যে কোন ক্যাটাগরির উপর ভিডিও ফুটেজেস আপনি পেয়ে যাবেন লাভ রিলেশনশিপের উপর লাইফ স্টাইল ওয়েলনেসের উপর বিভিন্ন ক্যাটাগরির উপর পেয়ে যাবে
ফ্রি ভিডিও ফুটেজেস. এগুলোকে আপনি সরাসরি সেখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারেন. অরিজিনাল ফুল ডাউনলোড করতে পারেন. ফুল HD তেও ডাউনলোড করে নিতে পারেন. ঠিক আছে?
সো মেইনলি এই তিনটে ওয়েবসাইটের ব্যাপারে আমি বললাম. বাট আমি সব সময় আপনাদেরকে mixkit রেকোমেন্ট করবো. এই জন্যেই কারণ এটা নতুন এবং এখানে মাল্টিপ্লেল জিনিস আপনি পেয়ে যাবেন. এখানে স্টক ভিডিও ফুটেজ, স্টক মিউজিক, মিউজিক, ফেক, ভিডিও টেম্পারেড, এই সবকিছু আপনি একটা টা জায়গাতেই পেয়ে যাবেন. এবং এর স্টক অনেক বেশি. ঠিক আছে?
তো আশা করি এই পোস্ট এ আমি সব কিছু আপনাদের সামনে ডিটেলে এক্সপ্লেইন করে দিয়েছি. যদি আপনাদের কোনো রকম কোনো কনফিউশন থাকে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন.
We respect your freedom of speech.
Please don't write anything that might violate someone else's privacy.