|
unique motivational post |
success সবার থেকে ছয়টি জিনিস চেয়ে থাকে.
পরিশ্রম, বলিদান, সংঘর্ষ, ইচ্ছাশক্তি, ধৈর্য ধারণ, এবং আত্মবিশ্বাস.
তোমার মধ্যে যেটা কমতি আসে সেটা তুমিই একমাত্র দূর করতে পারো. বাকিরা শুধুমাত্র তোমার ব্যবহার করতে জানে.
আরো চেষ্টা সবসময় করে যাও.
কারণ তোমার ভাগ্য বদলে যাক আর না বদলে যাক পরিস্থিতি এবং সময় অবশ্যই বদলাবে.
যদি সফলতা পেতে চাও তাহলে বাড়ির বাইরে বের হও. সবার ধাক্কা অপমান সহ্য করা লাগলে করে নাও.
কিন্তু ঘরের মধ্যে বসে থেকে শুধু শুধু সময় নষ্ট করো না.
এই কথাটি একদম সত্য যে বিনা কারণে কেউ আপনাকে দাম দিবে না.
এই জন্যই বলি mere দোস্ত নিজেকে এতটা সফল করো.
যেন বিনা কারণেও মানুষ আপনাকে সম্মান করে. এই পৃথিবীর কোন কাজ কঠিন হয় না. শুধু তোমার সেই নির্ধারিত কাজের সঠিক নিয়ম জানতে হয়. Mere দোস্ত. যদি হাঁটতেই হয় তাহলে সামনের দিকে হাটো.
পেছনে টেনে নিয়ে আসার জন্য তো দুনিয়া আছেই. যদি স্বপ্ন দেখতেই হয় তাহলে বড় স্বপ্ন দেখো. তোমার সেই স্বপ্ন ভেঙে দেওয়ার জন্য এই সমাজের লোক তো আছেই. আরে ভাগ্যের কথা বাদ দাও. বোকারা ভাগ্য নিয়ে কথা বলে.
কারণ যখন তোমার মেহনত করার নেশা উঠে যাবে না তখন কারো বাপ তোমার সফলতা থেমে রাখতে পারবে না.
We respect your freedom of speech.
Please don't write anything that might violate someone else's privacy.