Monetization |
চ্যানেলে মনিটাইজেশন দেওয়ার সময় ইউটিউব টিম. কি কি বিষয়গুলো চেক করে.
আসসালামু আলাইকুম.
বন্ধুরা. আমরা যারা ইউটিউবার রয়েছি.
আমরা জানি যে এক বছরের মধ্যে একটা চ্যানেল এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলেই কিন্তু সেই চ্যানেলটা মনিটাইজেশনের জন্য ইউটিউবের কাছে অ্যাপ্লাই করে.
সো যখন সেই চ্যানেলে কোনো সমস্যা না থাকে বা সমস্যা থাকে না তখন কিন্তু ইউটিউব টিম সেই চ্যানেলের মনিটাইজেশনটা খুব অল্প সময়ে এবং যদি কোনো কারণে সেই চ্যানেলে সমস্যা থাকে তাহলে কিন্তু ইউটিউব সেই চ্যানেলের মনিটাইজেশনটা দিতে অনেক সময় নেয় এবং
কোন কোনো কারণে যদি বিশেষ সমস্যা থাকে তাহলে কিন্তু সেই চ্যানেলের মনিটাইজেশনটা ইউটিউব অন করে না বরংচ সেই চ্যানেলের মনিটাইজেসন ডিজেবল করে দেবে
সো এই যে মনিটাইজেশন কি কারণে অন করতে সময় লাগে এবং কি কারণে ডিজেবল হয়ে যেতে পারে. এই বিষয়গুলো যদি আমরা যারা নতুন ইউটিউবার রয়েছি আমরা যদি জেনে বুঝে ইউটিউবে টাচ করি তাহলে আমাদের মনিটাইজেশনটি নিয় কোন সমস্যা থাকবে
এবং যদি আমরা যদি আমরা এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের মনিটাইজেশনের জন্য এপ্লাই করি তাহলে কিন্তু আমাদের মনিটিজেশনটা খুব সহজেই এবং অল্প সময়ে কিন্তু আমরা পেয়ে যাবো.
সো আজকের এই পোস্ট এ আমি আপনাদেরকে বলবো ইউটিউবের কাছে যখন আমরা মনিটাইজেশনের জন্য আবেদন করি ইউটিউব টিম আমাদের চ্যানেলের কোন কোন বিষয়গুলি ভালোভাবে দেখে এবং চেক করে সো এই বিষয়টা আমাদের প্রত্যেক ইউটিউবারের কিন্তু জানা দরকার.
তো বন্ধুরা ইউটিউব টিম আমাদের চ্যানেলটি মনিটাইজেশন দেওয়ার সময়. আমাদের চ্যানেলের পাঁচটা বিষয় কিন্তু চেক করে.
সো এই পাঁচটা বিষয় যদি আমরা জেনে বুঝে কাজ করি তাহলে কখনোই আমাদের চ্যানেলে প্রবলেম হবে না. সো ইউটিউব টিম যখন মনিটাইজেশন দেয়
প্রথমেই যেই জিনিসটা চেক করে সেটা মেইন থিমস. আপনার চ্যানেলের মেইন থিমস. মানে আপনার চ্যানেলের মেইনথিমটা হচ্ছে.
কি কি বিষয়ের উপর আপনি ভিডিও করেন? আপনার ভিডিওর কনটেন্ট গুলো কি এবং কি কি ভিডিওগুলো আপনি ইউটিউবে আপলোড করেন. মোট কথা হচ্ছে মেন থিঙ্কস. একটা চ্যানেলের হচ্ছে ইউটিউব টিম সর্বপ্রথম চেক করে.
এবং ইউটিউব টিম. দ্বিতীয় নাম্বারে যে বিষয়টা চেক করি সেটা হচ্ছে মোস্ট বিউয়েট ভিডিও. আপনার যেই চ্যানেল থেকে মনিটাইজেশন অন করার জন্য আবেদন করেছে চ্যানেলে কতগুলো ভিডিও রয়েছে এবং তার মধ্যে সব চেয়ে বেশি ভিউজ এবং সবচেয়ে বেশি ওয়াচটাইম. কোন ভিডিও ভিডিওতে এসেছে সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউব টিম চেক করে. আপনার দেখে যে কোন ভিডিওগুলো সবচেয়ে বেশি ভিউয়ার্স আসছে এবং সেটা কোথা থেকে আসছে কোন সোর্স থেকে আসছে এই বিষয়টা কিন্তু চেক করে ইউটিউব টিম
তৃতীয় নাম্বারে যে বিষয়টা চেক করে সেটা হচ্ছে নিউ ভিডিও. আপনার চ্যানেলে যে নিউ ভিডিওগুলো রয়েছে যেগুলো রিসেন্টলি আপলোড করা. সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউব চেক করে. সো ইউটিউব এটা চেক করে যে নতুন ভিডিওগুলো আপনি কোন কনটেন্ট নিয়ে করেছেন. কোন ক্যাটাগরির ভিডিও নিয়ে করেছেন. আপনার কনটেন্ট, টাইটেল, ডিসক্রিপশন ইফ শর্ট. এগুলা সব ঠিক আছে কিনা. বিডিওর সঙ্গে ম্যাসিং রয়েছে কিনা. এই বিষয়গুলো কিন্তু চেক করে ইউটিউব টিম
চতুর্থ নাম্বারে যে বিষয়টা চেক করে সেটা হচ্ছে বিগস্ট প্রপারেশন অফ ওয়ার্স টেম্প. আপনার চ্যানেলের সকল ভিডিও থেকে কোন ভিডিওগুলো সবচেয়ে বেশি ওয়চ টাইম পেয়ছে সেই ভিডিওগুলো কিন্তু চেক করে. এবং সেই ভিডিওগুলো কোথা থেকে ভিউজ এনেছে? কোথা থেকে সেগুলো প্লে হয়েছে? সে বিষয়টা চেক করে. ধরেন আপনারা এই ভিডিওটা থেকে এসেছে নাকি ভিডিও থেকে এসেছে নাকি ব্রাউজ ফিউচার থেকে এসেছে কিনা অথবা সার্স রাঙ্ক থেকে এসেছে কিনা সো এই বিষয়টা কিন্তু ইউটিউব টিম কাউন্ট করে সো কাউন্ট করে দেখে যে আপনার প্রোপারলি যারা ভিউয়ার্স রয়ছে তারা দেখেছে কিনা বা আপনি নিজের ভিডিও নিজে অন্য ডিভাইস থেকে দেখেছেন কিনা হোয়াটস্যাপ কাউন্ট করেছে কিনা. সো এই সমস্ত বিষয়টা কিন্তু ইউটিউব চেক করে.
তো বন্ধুরা ইউটিউব টিম পাঁচ নাম্বারে যে বিষয়টা চেক করি সেটা হচ্ছে ভিডিও ম্যাটার ডাটা অর্থাৎ হচ্ছে মিসলেডিং, ম্যাটার ডাটা. মিসলেলিংটা হচ্ছে কি সেটাও ক্লিয়ার করে দিচ্ছি ধরেন আপনি ইউটিউবে ভিডিও আপলোড করলেন. আপনার ভিডিওর কনটেন্ট অ্যাক্ট ভিডিওর ভিতরে আরেক এবং ভিডিওর থাম্বেলে আরেক. আপনি ভিডিও আপলোড করেছেন একটা সং এর. কিন্তু থাম্বেল দিয়েছেন ফানি ভিডিওর. এবং টাইটেল ব্যবহার করেছেন অন্য একটা টাইটেল যেটা আপনার ভিডিও এবং হ্যাম্বেলের সঙ্গে মেসিং নেই. সো এই যে ভিডিওর ভিতরে এক হাম্বেলের আরেক আর এক সো এই সমস্ত যদি মিসিং থাকে তাহলে সেটা হচ্ছে ভিডিও ম্যাটাডাটাটা অর্থাৎ মিসলেটিভ ম্যাটারের আন্ডারে চলে যাবে এবং যদি এরকম মিসলেডিং ম্যাটারটা আপনার চ্যানেলে থাকে তাহলে মনিটাইজেশনটি অবশ্যই আপনি পাবেন না. আর যদিও পান তাহলে সেই ক্ষেত্রে লং টাইম সময় লাগবে
সো বন্ধুরা ইউটিউবের এই যে আজকে পাঁচটা যেই আ বিষয়ের কথা বললাম এই পাঁচটা বিষয় আপনি জেনে বুঝে প্রপারলি কাজ করেন ইউটিউবে তাহলে আশা করি আপনার চ্যানেলে কোনো সমস্যা থাকবে না এবং যখন আপনার চ্যানেলটি কমপ্লিট হয়ে যাবে এক হাজার সাবস্ক্রাইবার ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম.
তখন কিন্তু আপনি ইউটিউবের কাছে যদি এপ্লাই করেন মনিটাইজেশনের জন্য আশা করি আপনার মনিটাইজেশনটি খুব অল্প সময়ে পেয়ে যাবেন তারাতারি পেয়ে যাবেন.
তো বন্ধুরা যারা নতুন ইউটিউবে রয়েছেন আমি আপনাদেরকে সাজেস্ট করবো এবং আপনাদেরকে অনুরোধ করবো যখন আপনাদের চ্যানেলটি এক বছরের মধ্যে এক হাজার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে. হওয়ার পরে যখন আপনি আপনার মনিটাইজেশনটি অন করানোর জন্য ইউটিউবের কাছে এপ্লাই করবেন এপ্লাই করার আগে অবশ্যই আপনি নিজে আপনার চ্যানেলটি ভালোভাবে একবার ভালোভাবে দেখে নেন যে আপনার চ্যানেলে কোন প্রবলেম আছে কিনা. যেই পাঁচটি বিষয় আজকে আপনাদের সঙ্গে আলাপ করলাম. এই পাঁচটি বিষয়ে আপনি ভালোভাবে আপনার চ্যানেলে দেখবেন যে সব ঠিক আছে কিনা যদি মনে হয় ঠিক আছে কোনো সমস্যা নেই তাহলে আপনি আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন এবং যখন আপনি মনিটাইজেশন জন্য আবেদন করবেন. এই পাঁচটা বিষয়ের মধ্যে যদি কোন একটা বিষয় সমস্যা না থাকে. আশা করি আপনি খুব অল্প সময়েই কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন খুব অল্প সময়ে কিভাবে চ্যানেল মনিটাইজেশন পাওয়া যায় এবং মনিটাইজেশন দেওয়ার সময় ইউটিউব টিম কি বিষয়গুলো চেক করেন? এবং মনিটাইজেশনের জন্য আবেদন করার আগে আমাদের কি কি বিষয়গুলো চ্যানেলে চেক করা দরকার সেগুলা সম্বন্ধে আশা করি এই ভিডিও দেখে আপনি বুঝতে পেরেছেন. তো বন্ধুরা আজ ছিলো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এর সঙ্গে.
We respect your freedom of speech.
Please don't write anything that might violate someone else's privacy.