কিভাবে গুগল সার্চ কনসলে সাইট ইনডেক্স করবেন | How add your website on Google Search Consle Bangla
কিভাবে গুগল সার্চ কনসলে আপনার সাইটকে ইন্ডেক্স করবেন | How add your website on Google Search Consle Bangla
আমরা অনেকই শখের বসেই হোক কিংবা টাকা ইনকামের জন্যই হোক অনেকে ব্লগিং করার জন্য ওয়েবসাইট খুলে থাকি। অনেকেই হয়তো মাস্টার ডোমেইন কিনে থাকি আমাদের সাইট্রর জন্য। কিন্তু বেশিরভাগই রয়েছেন যারা ফ্রি ডোমেন ইউজ করে ব্লগিং করতে থাকেন। অনেকেই অন্যকে দেখে উৎসাহিত হয়ে বিভিন্ন ধরনের পোস্ট করতে থাকেন। কিন্তু যখন দেখেন সেই পোস্টে বেশি পরিমাণ ভিউজ হচ্ছে না তখন অনেকেই হতাশ হয়ে পড়েন। আপনার সাইটে বেশী পরিমান ভিজিটর না আসার অন্যতম কারণ হচ্ছে গুগল সার্চ কনসলে আপনার সাইট ইনডেক্স না করা।
গুগল সার্চ কনসল কি
গুগল সার্চ কনসল হল ব্লগ বা ওয়েবসাইট ভিত্তিক গুগলের একটি ফ্রি সার্ভিস। এর মাধ্যমে খুব সহজেই একটা সাইটের সার্চ রেজাল্টের কোন সমস্যা সমাধান, সাইটের রক্ষণাবেক্ষণ এবং পর্যবেক্ষণ জনিত তথ্য পাওয়া যায়। সেই তথ্য বিশ্লেষণ করে সাইটের ইমপ্রুভমেন্ট এর জন্য কাজ করা হয। আপনার সাইট যদি গুগলে ইনডেক্স করা না থাকে তাহলে কখনোই আপনি গুগল এডস্রন্স পাবেন না, তাছাড়া আপনার পোস্ট বা সাইট কখনোই র্যাংক করবে না। যার দরুন আপনার সাইটে বেশি ভিজটর আসবে না। আপনার সাইট যদি গুগ্ল সার্চ কনসলে ইনডেক্স করা থাকে আপনার সাইটের কভারেজ ও পেনাল্টি সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন।
আজকের এই লেখাতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই আপনি গুগল সার্চ কনসোলে আপনার সাইটকে ইনডেক্স করতে পারেন।
গুগল সার্চ কনসলে ইনডেক্স করার উপায়
গুগল সার্চ কনসলে আপনার সাইটকে অ্যাড করার জন্য প্রথমেই আপনার সাইটের কন্ট্রোল প্যানেলে আসবেন। তারপর বামপাশের সেটিং অপশন থেকে সার্চ পারফরমেন্সে ক্লিক করবেন। এরপর সেখান থেকে গুগল সার্চ কনসোল অপশনের এডিট অপশনে ক্লিক করবেন। সেখানে আপনার জিমেইল দ্বারা লগইন করে স্টার্ট নাও অপশনে ক্লিক করবেন।
এরপর আপনার সাইট এড করার জন্য সেখানে দুইটি অপশন পাবেন। সেখানে বামপাশে পাবেন ডোমেইন আর ডানপদিকে পাবেন url prefix. আপনার সাইটের জন্য যদি আপনি ডোমেইন কিনে থাকেন তাহলে বামপাশের ডোমেইন অপশনে আপনার লিংকটা দিবেন। আর ফ্রি ডোমেইন হলে ডান পাশের বক্সে বসাবেন। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন।
তাহলে সেখানে লেখা আসবে ঔনেরশিপ অটো ভেরিফাইড। সেখান থেকে আপনি গো টু প্রোপার্টি তে ক্লিক করবেন। সেখানে যদি বাম পাশে আপনার সাইটের লিংকটি দেখতে পান তাহলে বুঝবেন আপনার সাইটটি গুগল সার্চ কনসলে ইনডেক্স হয়ে গেছে।
আপনার সাইট টি যদি ওয়ার্ডপ্রেস করা হয় তাহলে সাইট ভেরিফিকেশম করতে একটু কাজ করতে হবে।
সাইট ভেরিফাই করা জন্য কয়েকটি মাধ্যম দেয়া হলেও সহজ মাধ্যম হলো HTML কোড এর মাধ্যমে ভেরিফাই করা। আপনি ডুধু কোড টি কপি করে wordpress Dashboard এ পেস্ট করে দিলেই ভেরিফাই হয়ে যাবে। এরপর add property থেকে আপনার সাইট টি গুগল সার্চ কনসোলে এড করে নিবেন।
একাজ করতে গিয়ে আপনার যদি কোন প্রকার সমস্যা হয় তাহলে ইউটিউবে ভিডিও দেখবেন। তাহলে সহজেই আপনার সাইট কে গুগল সার্চ কনসল এ ইনডেক্স করতে পারবেন।
কিভাবে সাইটম্যাপ সাবমিট করবেন
গুগল সার্চ কনসোলে আপনার সাইটকে যুক্ত করার পর আপনার ওয়েবসাইট্রর সাইটম্যাও সাবমিট করতে হবে। sutemap submit করার জন সার্চ কনসল এর বাম পাশ থেকে sitemap এর থেকে new sitemap ক্লিক করুন। এরপর সেখানে sitemap.xml লিখে টাইপ করে সাবমিট করলেই হয়ে যাবে।
কিভাবে পোস্ট (url index) ইনডেক্স করবেন
আপনার সাইট যদি গুগল সার্চ কনসলে add করা হয়ে থাকে এরপরের কাজ হচ্ছে আপনার সাইটের পোস্টগুলো একটা একটা করে গুগল সার্চ কনসলে যুক্ত করা। আপনার আর্টিকেল গুলি যদি গুগল সার্চ কনসলে এড করা না থাকে তাহলে আপনার ভিজিটররা সেগুলো গুগলে সার্চ করে পাবে না। অর্থাৎ সেই পোস্টগুলো সার্চ দিলেও গুগোল আপনার পোস্টগুলো শো করাবে না। তাই আপনার পোস্ট গুলো ম্যানুয়াললি গুগলে ইনডেক্স করাতে জবে।
সাধারণত একটি পোষ্ট করার পর ২৪ ঘন্টার মধ্যে সেই পোষ্টটি গুগলে ইনডেক্স হয়ে যায় অটোমেটিক ভাবে। আর যদি তা না হয় তাহলে নিচের দেখানো পদ্ধতি তে আপনার পোস্টগুলো ইনডেক্স করে নিবেন।
এজন্য গুগল সার্চ কনসল সাইটে প্রবেশ করে সেখানে লগইন করুন। তারপর বামপাশের অপশন থেকে url Inspection অপশনে ক্লিক করে খালি বক্সে আপনার কাংখিত পোস্টের url লিখে enter চাপুন। সেই পোস্ট টি অলরেডি ইনডেক্স হয়ে থাকলে url is on google লএখা দেখাবে আর ইনডেক্স করা না থাকলে লেখা দেখাবে url is not on google. তখন ডান পাশের নিচে request indexing লেখাতে ক্লিক করলে পোস্ট টি ইনডেক্স হওয়ার জন্য গুগলের কাছে রিকোয়েস্ট চলে যাবে।
Google Search Consle এ আপনার আর্টিকেল গুলো ইনডেক্স হওয়ার কোন বিকল্প নাই। যদি আপনার সাইটকে ভাল একটি অবস্থানে নিয়ে যেতে চান। তাই এই সম্পূর্ণ কাজ টি খুবই মনোযোগ সমস্ত নির্দেশনা মেনে ভাল ভাবে করবেন। আর ইনডেক্স করতে গিয়ে কোন সমস্যা হলে ইউটিউবে এই রিলেটেড ভিডিও দেখবেন। আশা করি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। ধন্যবাদ।
We respect your freedom of speech.
Please don't write anything that might violate someone else's privacy.