কিভাবে ডোমেইন হোস্টিং কিনবেন? কোথায় থেকে কিনবেন?
ওয়েবসাইট শুরু করার জন্য সর্বপ্রথম যে দুইটি জিনিসের প্রয়োজন হয় তা হলো ডোমেইন, হোস্টিং। মার্কেটে এত এত কোম্পানীর ভিড়ে কোথায় থেকে ডোমেইন হোস্টিং কিনবো? কিভাবে কিনবো? কোন প্যাকেজ বাছাই করবো ইত্যাদি বিভিন্ন রকম কনফিউশনে ভুগতে হয়।
বিশেষ করে আমি দেখেছি যারা নতুন ওয়েবসাইট তৈরি করতে যায় তাঁদের মাঝে এই কনফিউশন গুলো বেশি হয়ে থাকে এবং তাঁদের থেকেই এই প্রশ্নগুলো বেশি পেয়ে থাকি।
তো আজকের পোস্টে আমি আলোচনা করবো কোথায় থেকে কিভাবে ডোমেইন হোস্টিং কিনবেন। কিন্তু তাঁর আগে চলুন Domain Hosting কি এই সম্পর্কে সংক্ষেপে একটু জেনে নেওয়া যাক।
আপনি যদি ডোমেইন হোস্টিং সম্পর্কে আগেই জেনে থাকেন তাহলে এই পার্ট টুকু স্কিপ করতে পারেন।
সংক্ষেপে ডোমেইন হোস্টিং কি?
ডোমেইন: ডোমেইন হচ্ছে ওয়েবসাইটের নাম, অর্থাৎ যে নামে ওয়েবসাইট কে চেনা যায়। যেমন আপনি এখন আমার ওয়েবসাইটে ব্লগ পড়ছেন যার নাম: rezaultasin.com এটাকে ডোমেইন বলে।
হোস্টিং: এই মুহূর্তে আপনি যেই কনটেন্টগুলো পড়ছেন সেটা কোন এক সার্ভারে স্টোর করা আছে এবং সেখান থেকেই আপনার সামনে শো করানো হচ্ছে। rezaultasin.com ওয়েবসাইটের ফাইলগুলো যেখান থেকে শো করানো হচ্ছে সেটাকে হোস্টিং বলে।
Domain Hosting সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে ডোমেইন হোস্টিং গাইডলাইন ফলো করতে পারেন।
কোথায় থেকে ডোমেইন হোস্টিং কিনবেন?
বিদেশী অনেক প্রোভাইডার আছে যারা ভালো মানের Domain Hosting সার্ভিস দিয়ে থাকে, কিন্তু আজকে আমি কোন বিদেশী কোম্পানী কে নিয়ে কথা বলবো না। আমাদের দেশীয় কিছু হোস্টিং প্রভাইডার আছে যারা বিদেশী কোম্পানীগুলোর মতোই সার্ভিস দিয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে বিদেশী কোম্পানীগুলোর থেকেও ভালো সার্ভিস দিয়ে থাকে।
দেশীয় কোম্পানী সিলেক্ট করার প্রধান সুবিধা হচ্ছে বাংলা ভাষায় সাপোর্ট পাওয়া যায় এবং ফোন কল বা সরাসরি অফিসে গিয়ে সাপোর্ট নেওয়া যায়। এছাড়া আরো একটা বড় সুবিধা হচ্ছে, বিকাশ,রকেট,নগদ ইত্যাদি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সহজেই পেমেন্ট করা যায়। এই মুহূর্তে দেশীয় যে হোস্টিং কোম্পানীগুলো টপ লেভেলের সার্ভিস দিচ্ছে, তাঁর মধ্যে অন্যতম হচ্ছে IT Nut Hosting
আইটি নাট হোস্টিং
IT Nut Hosting ২০১৪ সাল থেকে ডোমেইন হোস্টিং সার্ভিস প্রদান করে আসছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে যেখানে বিদ্যুৎ, ইন্টারনেটের সমস্যা প্রতিনিয়ত লেগেই আছে সেখানে বসে আইটি নাট হোস্টিং ২৪/৭ সাপোর্ট দিয়ে যাচ্ছে, এমনকি ঈদের দিনেও IT Nut এর সাপোর্ট বন্ধ থাকেনা।
অনান্য দেশীয় কোম্পানীর থেকে আইটি নাট হোস্টিং পার্থক্য হলো, তাঁরা ২৪/৭ ইনস্ট্যান্ট সাপোর্ট দিয়ে থাকে এবং দ্রুত গতির হোস্টিং প্রভাইড করে থাকে। একই সাথে তাঁরা ইউজারের জন্য বিভিন্ন প্রকার রিসোর্স তৈরি করে থাকে। আপনি যদি IT Nut Hosting এর ব্লগ এবং নলেজবেজ ভিজিট করে থাকেন, তাহলে দেখতে পারবেন তাঁরা বাংলা ইংরেজী উভয় ভাষাতেই বিভিন্ন কনটেন্ট তৈরি করে রেখেছে এবং এর পরিমাণ এতই যে বাংলাদেশের সব কয়টি হোস্টিং প্রভাইডার মিলে যা কনটেন্ট তৈরি করেছে IT Nut একাই তার থেকে বেশি কনটেন্ট তৈরি করেছে, ইউজারদের ফিডব্যাক নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন গাইডলাইন ইনফো পোস্ট ভিডিও তৈরি করে চলেছে তারা।
IT Nut Hosting এর সার্ভিস সমূহ:
- Domain Registration
- Web Hosting
- BDIX Hosting
- VPS Hosting
- Dedicated Server
- RDP Service
- Business Email
কিভাবে ডোমেইন হোস্টিং কিনবেন?
STEP 1- প্রথমে এখান থেকে IT Nut এর ওয়েবসাইট চলে যান।
STEP 2- মেনু থেকে আপনার পছন্দের হোস্টিং প্যাকেজ ক্যাটাগরি তে ক্লিক করুন।
STEP 3- আপনার পছন্দের প্যাকেজ বাছাই করে Start Now বাটনে ক্লিক করুন এবং কুপন কোড Nut35 কপি করে রাখুন, যার মাধ্যমে আপনি ৩৫% ডিসকাউন্ট পাবেন।
STEP 4- ডোমেইন সার্চ বক্সে আপনার পছন্দের ডোমেইন নাম লিখে ডান পাশে Check বাটনে ক্লিক করুন।
STEP 5- আপনার সার্চ করা ডোমেইন নেমটি যদি ফাকা থাকে তাহলে available দেখাবে এরপর Continue বাটনে ক্লিক করুন। যদি আপনার ডোমেইন নেমটি ফাকা না থাকে তাহলে আবার ভিন্ন নামে সার্চ করুন এবং একই স্টেপ ফলো করে Continue বাটনে ক্লিক করুন।
STEP 6- Promotion বক্সে কপি করা সেই কুপন Nut35 দিতে পারেন, অথবা rezaultasin এই কুুপন কোডটি ও এপ্লাই করতে পারেন সেক্ষেত্রে ৫% এক্সটা মোট ৪০% ডিসকাউন্ট পাবেন।
STEP 7- কুপন কোড এপ্লাই করার পর নিচে Scroll করে আপনার সঠিক ইনফরমেশন দিয়ে ফর্ম ফিলআপ করুন।
STEP 8- এরপর Payment Method সিলেক্ট করে Terms of Service টিক দিয়ে ডান পাশের Checkout বাটনে ক্লিক করুন।
STEP 9- সর্বশেষ আপনারকে রিডিরেক্ট করে Checkout পেজে নিয়ে যাবে, সেখান থেকে পেমেন্ট করে দিন কাজ শেষ।
কংগ্রাচুলেশনস ডিজিটাল দুনিয়ায় এখন আপনি একটি ডোমেইন এর মালিক তো এই ছিলো আজকের পোস্ট, আপনাদের সুবিধার্থে নিচে একটি ভিডিও এড করে দিলাম চাইলে ভিডিও গাইডলাইন ও ফলো করতে পারেন।
We respect your freedom of speech.
Please don't write anything that might violate someone else's privacy.