Best ever student motivational post in Bangla for good study |
আর কতদিন এভারেজ স্টুডেন্ট হয়ে পড়াশোনা করে যাবে?
আর কতদিন?
পড়তে বসে প্রেমিকার কথা ভেবে নিজের ক্যারিয়ারের বারোটা বাজাবে?
আরে আর কতদিন টেনেটুনে পাশ করে পড়াশোনা চালিয়ে যেতে থাকবে?
আর কতদিন টপারদেরকে স্পেশ্যাল আর নিজেকে normal ভেবে নিজেই নিজের ক্ষমতা ও talent গুলোকে ভিতরে তালা বন্ধ করে রাখবে?
বাহানা বানানো এবার একটু বন্ধ করো ভাই. ফ্রী ফায়ার . পাবজি গেম খেলতে বসলে একটানা চার ঘন্টা তুমি মনোযোগ দিয়ে সেটা খেলতে পারো.
প্রেমিকার সাথে কথা বলা শুরু করলে ভোর চারটে পর্যন্ত. তুমি আনন্দের সাথে ফোনে কথা বলতে পারো.
ফেসবুকে চ্যাট করতে পারো
কিন্তু সকালে উঠে পড়তে বসলে আধা ঘন্টাতেই তোমার ঘুম এসে যায়.
পড়াশুনা বোরিং লাগতে শুরু হয়ে যায়. বাহ ভাই. বাহ.
দারুণ একটা মাইন্ড সেট তৈরি করেছো তুমি তোমার জন্য. যেটা তোমার লাইফকে সেট করবে সেটা দেখলেই তুমি দূরে পালিয়ে যাও. আর যেটা তোমার লাইফকে ধ্বংস করে দিচ্ছে সেটাতেই তুমি তোমার সমস্ত অ্যানার্জি লাগিয়ে দিচ্ছো বছরের পর বছর চলে যাচ্ছো ভাবতে ভাবতে এবছর আমাকে ভালো রেজাল্ট করতেই হবে সমস্ত বদ অভ্যাস গুলো এবার আমাকে ত্যাগ করতেই হবে জিমে গিয়ে বডি বিল্ডারদের বাইসেপ ডাইসেপ বানাতে হবে.
পড়াশোনা শেষ করে তুমি তোমার জীবনে কি কি পেতে চাও লিস্ট বানিয়ে রেখেছো
কিরকম লাইফ স্টাইল
হবে চাকরি করবে
না বিসনেস করবে কোন
কোম্পানির কোন বাইকটা চালাবে?
তোমার বাড়িটা ঠিক কেমন দেখতে হবে?
তোমার বাবা মাকে কি কি উপহার দিয়ে তুমি খুশি করবে?
একের পর এক স্বপ্ন তুমি দেখে রেখেছো. তুমি জীবনে সফল হবে.
গরিব হয়ে তুমি জীবন কাটাবে না.
তুমি তোমার জন্য একটা রিচ লাইফ স্টাইল তৈরি করবে.
আরে ভাই তোমার এই সব স্বপ্ন একদিন মিথ্যা হয়ে যাবে যদি আজ তুমি পড়াশোনাতে ফাঁকি দাও,
তোমার এইসব স্বপ্ন বেকার হয়ে যাবে. যদি তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট না করতে পারো.
তোমার আশেপাশের মানুষগুলোকে দেখো. যারা পড়াশোনা করেনি আর যারা পড়াশোনা করার সময় অন্য কিছু করেছে তারা আজও ধাক্কা খেয়ে বেড়াচ্ছে তারা এখনো তাদের সব চাহিদা গুলো পূরণ করতে পারেনি. তারা এখনো তাদের জীবনে সফলতা অর্জন করতে পারেনি. কারণ সফলতা পাওয়া অতটা সহজ না. যদি সহজ হতো তাহলে সবাই সেটা করে ফেলতো.
তোমাকে তার জন্য হার্ডওয়ার্ক করতে হবে. তোমাকে তার জন্য discipline maintain করতে হবে.
ধৈর্য ধরে প্রতিদিন সেই একই কাজগুলো লাগাতার করে যেতে হবে.
যদি ভয় লেগে যায় এই কথাগুলো শুনে.
তাহলে যাও. চাদর মুড়ি দিয়ে তুমি বিছানায় শুয়ে পড়ো. কারণ এগুলো ভীতু বা কমজোরি মানুষদের পক্ষে. করা সম্ভব না।
কিন্তু যদি তুমি নিজের ক্যারিয়ারকে নিয়ে সিরিয়াস হয়ে থাকো জীবনে সফলতা অর্জন করতে চাও. তাহলে তোমার bad habit গুলোকে আজ থেকেই বদলাও. নিজের ভিতরে discipline নিয়ে এটা আমাকে করতে হবে মানে করতেই হবে তাতে তোমার মাইন্ড যতই ছটফট করুক কিছুদিনের জন্য নিজের মোবাইল থেকে Facebook Instagram এই দুটোকেই ডিলিট মার্ক কারোন এগুলো রেখে এখন বিশেষ কোনো লাভ হবে না. লস ছাড়া আর নিজের কাছে নিজে প্রতিজ্ঞা কর.
যে টপ হতে পারব কিনা জানিনা কিন্তু আগের বারের থেকে এবার অনেক ভালো রেজাল্ট নিয়ে আসবোই আসবো. প্রথম প্রথম এগুলো একটু কষ্টকর বলে তো মনে হবে.
আড্ডা ইয়ার্কি,
টাইম পাস ছেড়ে.
যখন দিনরাত তুমি পড়াশোনা করতে ব্যস্ত থাকবে তখন তোমার এভারেজ বন্ধুগুলো তোমাকে
দেখে হাসবে কিন্তু সেটা খুব কম দিনের জন্য. ওই কষ্টগুলো তোমার কাছে খুব তাড়াতাড়ি. ইজি হয়ে যাবে. আর যখন সময় আসবে তখন তোমার বন্ধুরা তোমার রেজাল্ট দেখে আফসোস করতে থাকবে আজ থেকে তুমি তোমার ডেইলি রুটিনে ডিসিপ্লিন নিয়ে আসো প্রতিদিন প্রোডাক্টিভ কিছু কাজ করো কলেজে যখন তুমি এন্ট্রি করবে ফুল কনফিডেন্সের সাথে. যেন বাকিরা তোমাকে দেখে মোটিভেট হয়ে যায়.
ভাই তুই কি করে এতো বদলে গেলি?
শুধু ইচ্ছা থাকলেই ক্লাসে ফার্স্ট হওয়া যায় না. তার তার জন্য সারা বছরটা রাত জেগে পড়তে হয়. রাত্রে পড়তে বসে যখন ঘুম পাবে তখন তোমাকে কেউই মোটিভেট করতে যাবে না. তোমার ভেতরে থাকা স্বপ্নগুলোই তোমাকে মোটিভেট করবে. সারারাত পড়ার জন্য। প্রতিদিন একটু একটু করে নিজের লিমিটেশন বাড়িয়ে তোলো যত মাথা যন্ত্রণা সহ্য করবে ততই তোমার প্রেম আরো স্ট্রং হয়ে যা করতে ইচ্ছা না করলেও যদি তুমি বারবার জেদ করে পড়তে বসো তাহলে সেটাই তোমার habit হয়ে যাবে. যদি জীবনে কিছু করতে হয় তাহলে আগে. করো তারপর সেই স্বপ্নগুলো দেখো সবার থেকে আলাদা কিছু করতে গেলে সবার থেকে একটু বেশি পরিশ্রম করতেই করতেই হবে. যদি পড়তে বসে কখনো মনে হয় ব্যস থাক. অনেক হয়ে গিয়েছে. এখন আর পড়বো না. তাহলে সেই দিন. আর সেই মানুষগুলোর কথা একবার ভাবো. যাদেরকে তুমি কিছু করে দেখাতে চাও যারা তোমাকে ভাবে তুমি একটা বেকার ছেলে তোমাকে দিয়ে কিছুই হবে না. তুমি একটা নেংলা, প্যাংলা দুধে ভাতে ছেলে দেখবে. পড়তে পড়তে আরো একঘন্টা কেটে যাবে. তুমি বুঝতেও পারবে না. পড়াশুনায় ফার্স্ট হতে গেলে শরীরের শক্তি কম লাগে. মনের শক্তি বেশি লাগে যদি তোমাকে টপ ফাইভ পার্সেন্ট স্টুডেন্টদের মধ্যে আসতে হয় তাহলে তোমাকে সেই সব কাজগুলো করা বন্ধ করতে হবে. যা বাকি ninety five পার্সেন্ট student রা করছে. আর সেগুলো তুমি একদিনে এক রাতে করতে পারবে না. ধীরে ধীরে নিজেকে বদলাতে হবে. একটু পরিশ্রম করতেই হবে. কারণ এটা লাইফের গেম একদিনে শেষ হয়ে যাবে না. সারা জীবন চলবে এই খেলা. পারবে পরিশ্রম করতে. পারবে নিজেকে বদলাতে. সাহস আছে এই পথে চলার. তাহলে আজ আমাকে কথা দাও. তুমি আজ থেকেই নিজেকে বদলানো শুরু করবে. আজ থেকেই নিজের limitation বাড়ানো শুরু করবে. নিচে কমেন্ট box এ লিখে জানাও. Yes, I am রেডি to fight দেখি কতজন নিজেকে বদলানোর জন্য এখন থেকেই অ্যাকশন নেওয়া শুরু করবে.
We respect your freedom of speech.
Please don't write anything that might violate someone else's privacy.