Inspirational Speech |
একদিনে ষাট থেকে সত্তর হাজার. thoughts আসে মানুষের brain এ. যার মধ্যে থেকে সব থেকে ফালতু থট. সবথেকে ফালতু চিন্তা হল. লোকে কি বলবে এবং লোকে কি ভাববে?
আর এই পৃথিবীতে সব থেকে বেশি স্বপ্নকে যদি কেউ ভেঙে থাকে তাহলেও এই ফালতু ভাবনাটি যে লোকে কি বলবে এবং লোকে কি ভাববে? এবার লোকে কি বলবে এবং লোকে কি ভাববে সেটাও যদি আপনি ভাবতে থাকেন তাহলে লোকেরা কি ভাববে হুম?
লোকেরা যখন আপনার সুনাম করে, তখন আপনি আনন্দ পান. এবং লোকেরা যখন আপনার দুর্নাম করে, তখন আপনি দুঃখী হয়ে যান. এরকম চলবে না. যখন এরকম হবে তখন বুঝবেন যে আপনি তাদের খেলনা হয়ে গেছেন. আর আপনার সুখ এবং দুঃখের রিমোট লোকেদের হাতে আছে. লাইফ যখন আপনার, তবে রিমোট আপনি লোকেদের হাতে কোনোদিনই দেবেন না. নয়তো আপনার লাইফের সুখের চ্যানেল কম চলবে এবং দুঃখ দেওয়ার চ্যানেল বেশি চলতে থাকবে. লোকতো পেয়ারা কেনার সময়ও জিজ্ঞেস করে যেটি মিষ্টি হবে তো? আর বাড়িতে গিয়ে সেই পেয়ারাকেই লবন ছিটিয়ে খায়. এই জন্যে লোক কি ভাববে এই ধরনের ভাবনাকে নিজের মস্তিষ্ক থেকে ক্লিয়ার করে দিন. যাতে লোককে বোঝানোর জন্য আপনার সময় এবং শান্তি নষ্ট না হয়. দিন এই লোকেদেরকে. কি বলছে বলতে দিন তাদেরকে. গসিপ করতে দিন আপনার ব্যাপারে তাদেরকে. কারণ আপনার ব্যাখ্যা তাদের mindset কে বদলাতে পারবে না. শুধুমাত্র ততটুকুই বুঝতে পারবে. যতটুকু তাদের ক্ষমতা বা একটা positive.
আর ভুলবেন না যেখানে নিজের মতলবের কথা সবাই বুঝতে পারে. কিন্তু অন্যের মতলবের কথা কেউ বুঝতে চায় না. এই জন্যেই. কে কি বলছে? তাতে বিন্দুমাত্র চিন্তা না করে. নিজের মুখে সবসময় হাসি রাখুন. আপনার এই হাসি, লোককে আরো কনফিউজ করে দেবে. যে আবেগের মূল্য নেই লোকেদের কাছে সেই আবেগকে ফালতু লোকের জন্য নষ্ট না করে কোনো প্রিয় ব্যক্তির জন্য সঞ্চয় করে রাখুন এই পৃথিবীতে বহু লোক সম্পর্ক এবং বন্ধুত্বের কেবল ব্যবসা করে মনে হিংসা এবং মুখে মিথ্যেকে নিয়ে ভালোবাসা করে যখন মতলব তাদের তখন রাখে আপনার সাথে মতলব. এবং যখন আপনার মতলব থাকে তখন হয়ে যায় মতলবী. এই কঠিন সত্যকে এই মুহূর্ত থেকে একসেপ্ট করে নিন. কারণ অনেক সময় লোকেরা সময় থাকতে বুঝতে পারে না. আর যখন বুঝতে পারে তখন আর সময় থাকে না. কখনোই এটা ভাববেন না যে আপনি কিছুই নন. আর এটাও ভাববেন না যে আপনিই সব কিছু হন. কিন্তু সবসময় এটি ভাবুন যে আপনি এমন একজন হন যে কিনা সবকিছু করতে পারবে. হারকে দেখে ভয় পাবেন না. আর জিৎকে দেখে উৎফুল্ল হবেন না. কারণ না তো হার জরুরী. আর না তো জেতা জরুরী. কারণ জীবন্ত হলো একটি খেলা বন্ধু. একে খেলা জরুরি. আর এই খেলায় প্রতিটি প্লেয়ার হাজার হাজার স্বপ্ন দেখে. কিন্তু শুধু স্বপ্ন দেখলেই তা সত্যি হয় না. কর্মের দড়ি কেউ টানতে হয়. কিছু হবে না. এই ভাবনায় ভাগ্যকে দোষারোপ করার পরিবর্তে নিজের অংশের প্রদীপ নিজেকেই জ্বালাতে হয়. বন্ধু অনেক মূল্যবান. তাই ফালতু ভাবনা ভেবে একে নষ্ট করা যাবে না. যাদের ভাবনা আপনাকে নিয়ে ভুল রয়েছে. তাদেরকে জবাব নিজের সফলতা দিয়ে দিন. কথা দিয়ে বুঝিয়ে নিজের সময় ওয়েস্ট করলে চলবে না. এবং ফাইনালি নিজেকে যদি শক্তিশালী গড়ে তুলতে চান তাহলে একলা কিভাবে চলতে হয় তা শিখে নিন. লোকেরা আপনার সাথে যেভাবে আচরণ করে তা তাদের কর্ম. এবং আপনি কিভাবে তার প্রতিক্রিয়া জানালেন তা আপনার কর্ম পোস্ট টি ভালো লেগে থাকলে শেয়ার অবশ্যই করবেন.
We respect your freedom of speech.
Please don't write anything that might violate someone else's privacy.