গুগল কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করি. আমাদের কোন কিছু জানার ইচ্ছা হলে আমরা গুগলে গিয়ে সার্চ করি. যে এই জিনিসটা কি? গুগল কিন্তু আমাদের দেশেই সার্চ রেজাল্টের মাধ্যমে সব কিছু জানিয়ে দেয়. কিন্তু এই গুগলের মধ্যে অনেক এমন সিক্রেট অপশান রয়েছে. যেগুলো অনেকেই জানে না.
এই আর্টিকেলে আপনাদেরকে কিছু এমন option দেখাবো যেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন. তার জন্য এই আর্টিকেল টা সম্পুর্ন পড়ুন.
তো বন্ধুরা গুগলের এই সেটিংস বা এই সিক্রেটগুলো জানার জন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করতে হবে.
ওপেন করার পরে Google.com লিখে আপনারা সার্চ করবেন আর একটা কথা আপনাকে মনে রাখতে হবে এখানে দেখবেন ডান দিকে যে থ্রি ডট আছে এটাকে ডেক্সটপ সাইট করে নেবেন. এই যে ডেস্কটপ সাইট. না হলে কিন্তু এগুলো কাজ করবে না.
তো এখানে আপনি চলে যাবেন. গিয়ে সার্চ বারে গিয়ে ক্লিক করবেন. ক্লিক করে আপনাদেরকে লিখতে হবে ZE তারপর লিখবেন RG স্পেস দিয়ে আর USH
এইটা লিখে আপনারা দেখবেন নিচের দিকে এক জায়গায় লেখা আছে iam felling Lucy এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবে তারপরে একটা দেখবেন নতুন পেজ আপনাদের সামনে চলে আসবে
তো দেখতে পাবেন স্কিনের ওপর দিয়ে এক ধরনের বুড়ো টাইপের পড়ছে. কেমন দেখুন? এটা যত পড়বে লেখাগুলো আস্তে আস্তে মুছতে থাকবে. একটা সময় এমন হবে পুরো সব লেখা কিন্তু মুছে যাবে.
ঠিক আছে.
এটা কিন্তু গুগলের একটা সিক্রেট ব্যাপার. এটা অনেকেই কিন্তু জানে না এই জিনিসটা. ঠিক আছে. তো এটাতে গেল প্রথম.
এবার আপনাদেরকে দ্বিতীয়টি বলবো. দ্বিতীয়তে আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে. JDOABARREL ব্যারেল রোল. এটা লিখে আপনারা যখন সার্চ করবেন ঠিক আছে? দেখুন. আমরা স্কিনটা ঘুরবে. মানে কন্টিনিউয়াসলি এরকম ঘুরবে. মানে যখনই আপনি এটাকে সার্চ করবেন.
তো এটা কিন্তু একটা দারুন জিনিস. এটা কিন্তু অনেকেই জানে না. ঠিক আছে?
তো এইবার আমি আরেকটা আপনাদেরকে বলবো. সেটা হচ্ছে আপনাকে গিয়ে লিখতে হবে . লিখবেন GOOGLE লিখে লিখবেন ও RBIT. এটা লিখে আপনারা যখন iam felling Lucy তে ক্লিক করে দেবেন. দেখবেন একটা পেজ আসবে. তখন আপনাকে কি করতে হবে. সেখানটা করে সার্চের অপশান পাবে. সার্চ.
অপশনে যেই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে দেখবেন এই লেখাগুলো ঘুরতে থাকবে তো এটা হচ্ছে এই সার্চের কাজ ঠিক আছে গুগল অরবিট এটা লিখলেই আপনারা কিন্তু এটা পারবেন.
আপনাদের আর একটা সার্চ বলবো সেটা হচ্ছে এখানে গিয়ে আপনারা লিখবেন যে
ELGOOG তারপরে লিখবেন. মানে এটা গুগলটাকে উল্টো করে লিখতে হয় আর কি. এইটা লিখে আপনারা সার্চ করবেন. সার্চ করার পরে দেখবেন একটা ইন্টারফেস চলে আসবে. এখানে যা আসবে সবকিছু কিন্তু উল্টো আসবে.
এখানে যদি আপনি কিছু সার্চ করেন FB লিখে আমি যদি search করেন দেখবেন এফবির যে সার্চ রেজাল্ট গুলো আসবে সবকিছু কিন্তু উল্টো. ডিসপ্লের যে লেখাগুলো সম্পূর্ণ কিন্তু উল্টো হয়ে যাবে. তো এটাও একটা সিক্রেট জিনিস.
আর একটা আপনাদেরকে যেটা শেয়ার করবো এটা কিন্তু অনেকে আর কি জানেন. সেটা হচ্ছে Google. গুগল. তারপর লিখবেন GRAVTUI. গুগল গ্যারেটি. এটা লিখে সার্চ করলে প্রথম যে লিঙ্কটা আসবে সেটা যদি
আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এখানে যে লেখাগুলো আছে এটার মধ্যে আপনি যখনি টাচ করবেন এই লেখাগুলো দেখবেন নিচের দিকে ভেঙে পড়ে যাবে. তারপর আপনি আপনার মতো করে এটাকে তুলতে পারছেন. এগুলোতে ক্লিক করতে পারবেন. যেমন খুশি আর কি.
তো এইগুলো কিন্তু গুগলেরই কিছু আর কি সার্চেরই সিস্টেম যেগুলোর মাধ্যমে এগুলো হয়. তাছাড়া এখনো অনেক রয়েছে. ওয়াটারের মধ্যে ভেসে থাকবে. আরো অনেক কিছু রয়েছে. যেগুলো আপনারা যদি আস্তে আস্তে ট্রাই করেন তাহলে দেখতে পাবেন. তো আশা করি পুরো ব্যাপারটা আপনারা দেখতে পেয়েছেন.
তো বন্ধুরা এই আর্টিকেল টা যদি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে উৎসাহ দেবেন. এবং বন্ধুদেরকে শেয়ার করবেন. শেয়ার করলে তারাও কিন্তু এই আর্টিকেল টা পড়তে পারবে.
তাছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার ইচ্ছে থাকে কমেন্ট করে জানান।
We respect your freedom of speech.
Please don't write anything that might violate someone else's privacy.