How do you get paid from Twitter monetization? |
আপনারা অনেকে জানেন যে রিসেন্টলি ইলন মাস্ক
four বিলিয়ন ডলার দিয়ে টুইটার কিনে নিয়েছেন
এবং এলন মাস্ক চাচ্ছেন যে টুইটারে রেভিনিউয়ের
সিস্টেম চালু করতে.
আই মিন যারা টুইটারে ভিডিও পোস্ট করে কিংবা আর্টিকেল পোস্ট করে তাদের জন্য
রেভিনিউ তিনি দিতে যাচ্ছেন. মানে টাকা তিনি দিতে যাচ্ছেন. আই মিন মনিটরেশন টাইপের হয়তো বা
ইউটিউব শর্টসের মতো হতে পারে শর্টস ফান্ডের মতো কিংবা ময়ূরাসন অ্যাক্টসিস্টেমও হতে পারে. এবং এটার পিছনে যথেষ্ট লজিকও আছে. আমি একটু পরে বলছি
আর এই মানুষটা যে কথাগুলো বলে সেগুলো আমি অনেক বেশি সিরিয়াসলি নি আর অফিসিয়াল সোর্স তো অবশ্যই
বলতেছি সেটা আপনারা বুঝতেই পারছেন. যেটা Twitter এর যে মালিক সেই যদি বলে যে Twitter এ
এই পরিবর্তনটা আসতে যাচ্ছে তাহলে of course এটাকে seriously নেওয়াই উচিত
একচুয়লি উনি কি কি বলছেন আর আমরা জানি যে এই লোন মাস টুইটারে মাঝে মাঝে ওনার যখন টুই
যখন টুইটার ছিল না তখন থেকেই উনি Twitter এ active এবং Twitter এ মাঝে মাঝে এটা ওটা পোস্ট করেন. উনি ফাজলামিও করেন. আমি দেখছি যে অনেক ছোট ছোট ছোট ছোট
যারা Twitter এর follower নিয়ে বসে আছেন. মানে যারা সাধারণ মানুষ তাদেরকেও রিপ্লাই দেয়
উনি recent একটা পোস্ট করছিলেন ওনার Twitter অ্যাকাউন্ট এ সেটা হচ্ছে যে Twitter added one point six million daily activizers this
ফাস্ট উইক. অ্যালাদার অল টাইম হাই. হ্যাঁ. এখানে আ রিটুইট করছে
হ্যাঁ Mr. Best এখানে বলছে যে I wanted that YouTubes daily actives. মানে উনি একটু খোঁচা মেরে কথা বলছে যে
বিস্মিত যে আসলে ইউটিউবের অ্যাক্টিভস আর কিরকম তো সেইখানে বলছেন যে
compensations for creator. তো উনি এটাও বলছেন যে
শুধুমাত্র ভিডিওর জন্য না উনি আর্টিকেলের জন্য হয়তো বা
ক্ষতিপূরণ বলুন কিংবা যাই বলুন এ না বলুন এগুলো হয়তো উনি দিতে পারেন. তার মানে অফকোর্স এটাকে সিরিয়াসলি নেওয়া উচিত. উনি হয়তো বা
খুব তাড়াতাড়ি টুইটারে এরকম রেভিনিউ সিস্টেম চালু করতে যাচ্ছে কিংবা অ্যাডি অ্যাড সিস্টেম চালু করতে যাচ্ছে
কারণ আপনি যদি এই টুইটার কেনা বেচার
প্রসেসটা অনেকদিন ধরে আমরা যেটা ট্রেন্ডিংয়ে শুনে আসতেছি যে এই লোন মাস সুইটার কিনে নিচ্ছেন, নিচ্ছেন, ফাইনাল তিনি কিনে নিয়েছেন বাট
এর মাঝখানে যে অনেক গল্প আছে এটা যদি একটু বিশ্লেষণ করে আ দেখেন তাহলে বুঝবেন যে উনি কিন্তু মাঝখানে
মনে হয় এটা ভাবছিলেন যে Twitter কিনলে হয়তো বা তার অতটা লাভ হবে না. উনি পিছিয়ে আসছিলেন
কেনা থেকে Twitter কেনা থেকে. তারপরেও উনি একবার বলে ফেলছেন এবং
অনেক ঝামেলা হয়েছে এর মধ্যে কেস কমের বিষয়ও আছে তো ফাইনাল তাকে টুইটার কেনা লাগছে
এবং উনি চাচ্ছেন যে টুইটার থেকে যথেষ্ট একটা মোটামুটি রেভিনিউ আনতে. তো রেভিনিউ কিভাবে আনা যায়? টুইটারেও টোটালি ফ্রি. এখান থেকে
রেভিনিউ আনতে গেলে উনি হয়তো বা অ্যাড সিস্টেম চালু করতে পারেন. অ্যাডভার্টাইজার ওখান থেকে ইনভেস্ট করবে. দেন
creator রা ওখান থেকে টাকা পাবে প্লাস উনি ওখান থেকে টাকা দেবেন. যেরকম YouTube এর সিস্টেম আছে
তো এটা করতে পারে.
so
দেখা যাক কি হয়. নেক্সট টাইম আমরা দেখবো যে actually Twitter এ কিভাবে add সিস্টেম কিংবা কিভাবে রেভিনিউ
পেতে পারি আমরা. তো পোস্ট এতটুকুই. পোস্ট যদি ইনফোমেটিভ লাগে. এরকম আপডেট যদি পেতে চান অবশ্যই সাথে থাকবেন
We respect your freedom of speech.
Please don't write anything that might violate someone else's privacy.