Psychological fact |
আপনি কি জানেন যে আপনার signature, আপনার personality র ব্যাপারে অনেক কিছু বলে, কিন্তু কিভাবে?
যদি আপনার এটি জানা না থাকে তাহলে আপনি এটা হয়তো অবশ্যই জানেন যে বেশি টিভি দেখলে আমাদের happiness কমে যায়. মানে আমাদের দুঃখ বেড়ে যায়. কিন্তু কেন?
যদি আপনার এই প্রশ্নগুলির উত্তর জানা না থাকে তাহলে আজকের এই পোস্ট আপনার জন্যে কারণ আজ আপনি এমনই দশটি সাইকোলজিকাল ফ্যাক্ট কে জানতে চলেছেন. যেগুলিকে জানার পর আপনি অবাক হয়ে যাবেন. so let's start.
Fact number ten. যদি আপনি ফোন কলে কথা বলার পরিবর্তে text massage এ কথা বলতে বেশি পছন্দ করেন. তার অর্থ আপনি একজন introvert ব্যাক্তি. বহু সাইকোলজিকাল স্টাডির হিসেবে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট ইন্টারভার ব্যক্তিরাই. ফোন কলে কথা বলতে বেশি পছন্দ করে না. কারণ তারা মনে করেন ফোন কলে দরকারি কথার তুলনায় ফালতু কথা বেশি হয় আর যেহেতু introvert ব্যক্তিরা writing এ অনেক expert হয়. তাই তারা text massage এ কথা বলতে বেশি পছন্দ করে.
Fact number nine. এমন ধরনের লোককে আপনি হয়তো অবশ্যই দেখেছেন যে কিনা আপনাকে বা আপনার সামনে কোন মিথ্যে গল্পকে শোনাতে শুরু করে. তো psychology র হিসেবে যখনই আপনার মনে হবে যে কোনো ব্যক্তি আপনাকে কোনো মিথ্যে গল্প শোনাচ্ছে তো সেই সময় আপনি তাকে সেই গল্প রিলেটেড. ছোট ছোট প্রশ্ন করুন. এটা কিভাবে হলো? কে কে ছিল? কোথায় হয়েছিল adset রা এই ধরনের ছোট ছোট প্রশ্নকে তাকে জিজ্ঞেস করে interrapt করুন. যদি গল্প শোনানোকালীন সামনের ব্যক্তি আপনার প্রশ্নের উত্তর দিতে না পারে বা দিতে অনেক দেরি করে বা আপনার প্রশ্নকে ignore করে তাহলে বুঝে নেবেন যে মানে সেই ব্যক্তি আপনার সামনে বানানো গল্প বলছে.
number eight. আপনার জীবনে বা আপনার আশেপাশে এমন বেশ কিছু লোককে হয়তো আপনি অবশ্যই দেখেছেন. যারা কিনা আপনাকে দেখে খুবই হিংসে করে. আর হয়তো এমনও হতে পারে যেই সকল লোকেদেরকে আপনি আপনার বন্ধু মনে করেন. wells psychology র হিসেবে একজন jealous person যে কিনা আপনাকে এবং আপনার উন্নতিকে দেখে হিংসে করে. সকল লোকেরা আপনার প্রতিটি success কে luck বলে দেবে. আপনি exam এ তার থেকে এক নম্বর বেশি পেলেই আপনাকে instantly বলে দেবে যে ভাই তোর ভাগ্য খুবই ভালো ছিল রে যে তুই এক নম্বর বেশি পেয়ে গেলি. সেই ব্যক্তি কোনোসময় আপনার hard work এর সুনাম করবে না. সে সব সময় আপনাকে এটাই feel করাবে আজ আপনি যা যা অর্জন করেছেন সেগুলি সবই আপনি ভাগ্যের জোরে পেয়েছেন. actually এই সকল লোকেরা কখনোই চায় না যে আপনি success হন. এই কারণের জন্যই যখন আপনি একটি সামান্য ভুল করে ফেলেন তখন এরাই আপনাকে দেখে উপহাস করবে. তো আপনার জন্যে এটাই ভালো যে আপনি এই সকল লোকেদের থেকে দূরে থাকুন.
fact number seven. আপনি হয়তো লাইফে এটা observe করেছেন. যে কোন specific একটি স্মেল বা গন্ধ. আপনাকে পুরোনো কিছু স্মৃতিকে মনে করিয়ে দেয়. হয়েছে তাই না? আসলে একজন famous research এর Pamela dolton এর হিসেবে smell আমাদের নাকের মাধ্যমে brain এর সেই অংশগুলিতে গিয়ে পৌঁছে যায় যেটা কিনা আমাদের স্মৃতিকে কন্ট্রোল করে. আর এই কারণের জন্যেই ব্রেন এটা রিকল করার চেষ্টা করে. যে স্মেলটিকে সে গতবার কোথায় পেয়েছিল? আর সেই সময় সেই জায়গায় কি ঘটেছিল? That's amazing.
Fact number six. কনফিডেন্সি হল এমন একটি কোয়ালিটি. যা personality র সব থেকে গুরুত্বপূর্ণ অংশ. পৃথিবীর সকল attractive লোকেরা তাদের রং রুপের কারণে নয়. বরং নিজের confidence এর কারণে attractive দেখায়. একজন হাইলি কনফিডেন্ট ব্যক্তির চলার বলার দাঁড়ানো এবং বসার স্টাইল অটোমেটিক আর ট্রাকটিভ হয়ে যায়. এবার প্রশ্ন আসে যে কনফিডেন্সকে কিভাবে ডেভলপ করবো? তাইতো? answer হলো সৎ এবং সত্যবাদী হওয়া. যখন আমরা সৎ ভাব নিয়ে সত্য কথা বলি, তখন automatically আমরা attractive হয়ে যাই. এবং সামনের ব্যক্তি আমাদের confidence এ attract হয়ে যায়.
Fact number five. আপনি কি জানেন যে মানুষ লাভের আনন্দের তুলনায় লসের দুঃখকে বেশি উপভোগ করে. মানে মানুষের মধ্যে লাভের তুলনায়, লসের প্রভাব অনেকক্ষণ অবধি থাকে. for example. যদি আপনার কোনো জিনিসে একশো টাকার profit হয় একশো টাকার profit এর খুশি. আপনার মধ্যে ততক্ষণ থাকবে না যতটা পঞ্চাশ টাকার loss এ আপনি দুঃখ পাবেন. Great.
Fact number four হিউম্যান বিহেভিয়ারের একটি বেশ ইন্টারেস্টিং ফ্যাক্ট কে আজ আপনি জেনে রাখুন মানুষ কোনো কাজকে করার সময় যতটা খুশি পায় তার থেকেও কয়েকগুন বেশি খুশি পায় সেই ঘটনাটির ব্যাপারে ভেবে. হ্যাঁ, এই কথাটি একেবারেই সত্য, যে আমরা কোন কাজকে পড়ে যতটা খুশি পাই তার থেকেও বেশি খুশিকে আমরা অনুভব করতে পারি সেই ঘটনাটির কথা ভেবে. আপনার কি মনে হয়? এই facts টি কি আদৌ সত্য?
three. আপনার সিগনেচার করার স্টাইল আপনার personality র ব্যাপারে অনেক কিছু বলে. সাইকোলজির হিসেবে কোন সিগনেচার যদি রাইট সাইডে বেশি নেমে থাকে. অর্থ হলো এই যে সিগনেচার করা ব্যাক্তি খুবই সোশাল. এবং এই ব্যক্তি খুব সহজেই নতুন বন্ধু বানাতে পারে কিন্তু যদি কোন সিগনেচার লেফট সাইডে বেশি নেমে থাকে তার মানে যে সাইন করা ব্যক্তি খুবই লাজুক অন্যেরা তার ব্যাপারে কি ভাবে? তাতে তার কোনো যায় আসে না.
Fact number to সাইকোলজির হিসেবে. কোনো ব্যাক্তি অন্য কোনো ব্যাক্তির ব্যাপারে আপনার সামনে সমালোচনা করে এটা হান্ড্রেড পার্সেন্ট সিওর যে সে আপনার সমালোচনা অন্য কোনো ব্যক্তির সামনেও করবে. তো নেক্সট টাইম যদি কেউ আপনার সামনে অন্য কারো সমালোচনা করে সেই সময় সাবধান থাকুন. কারণ এই একই ব্যক্তি কোনদিন অপরের কাছেও আপনার সমালোচনা করবে.
যদি আপনার দীর্ঘক্ষণ ধরে টিভি দেখার অভ্যেস থেকে থাকে তাহলে আজই এটিকে ছেড়ে দিন কারণ ইউনি কারণ ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের একটি রিসার্চ অনুযায়ী যে সকল লোকেরা নিজের লাইফে হ্যাপি নন. তাঁরা সেই সকল লোকেদের তুলনায় 30 পার্সেন্ট বেশি টিভি দেখে. যারা কিনা নিজের জীবনে অনেক হ্যাপি রয়েছে. বেশি টি বেশি টিভি দেখা লোকেরা. ধীরে ধীরে এটা মনে করা শুরু করে যে টিভি দেখলেই তারা বেশি খুশি থাকে. কিন্তু actually টিভি তাদেরকে ধীরে ধীরে আরো দুখী এবং নেগেটিভিটিতে পরিপূর্ণ করে দেয়. আর research এ তো এটাও পাওয়া গেছে. যে যে সকল ব্যক্তিরা নিজের জীবনে অনেক সুখী রয়েছেন. তারা TV খুবই কম দেখে এমনকি কিছু কিছু লোক তো টিভি দেখে না টিভি দেখে সময় নষ্ট করার পরিবর্তে এই সকল লোকেরা নিউজ পেপার পড়া লোকেদের সাথে মেশা, passion কে follow করা এগুলি কাজকে পছন্দ করে. তো আপনিও কি বেশি টিভি দেখেন? কমেন্ট box এ আমাকে অবশ্যই জানাবেন.
We respect your freedom of speech.
Please don't write anything that might violate someone else's privacy.