Dream |
আজকের এই পোস্ট আমি একটি ছোট্ট গল্প দিয়ে শুরু করতে চাই. আপনার হয়তো মনে হবে এই গল্পটা আপনারা এর আগে অনেকবার শুনেছেন. কিন্তু আমি আপনাদের যে গল্পটা লিখছি সেই গল্পটা এবং এই গল্পের শিক্ষাটা দুটোই সম্পূর্ণ আলাদা.
একবার একটি লোক হাতির একটি বাচ্চাকে জঙ্গল থেকে ধরে নিজের বাড়িতে নিয়ে আসে. আর হাতির বাচ্চাটিকে একটি গাছের সঙ্গে মোটা একটি শিকল দিয়ে বেঁধে দেয়. হাতির বাচ্চাটা অনেক চেষ্টা করে সেখান থেকে বেরিয়ে আসতে. কিন্তু কোনোভাবেই সে ওই শিকলটিকে ছিঁড়তে পারেনি. কিছুদিন পর দেখা যায় ওই হাতির বাচ্চাটা আর চেষ্টাই করছে না শিকলটিকে ছিঁড়ে ফেলার. আর এই লোকটিও হাতিটিকে সেখানেই খাবার দিত. আর ওই হাতিটে এটা স্বীকার করে নিয়েছিল যে এটাই তার জীবন শিকলটা যতটা লম্বা ছিল আর হাতির বাচ্চাটা ঠিক ততদূর পর্যন্তই যেত আর সারাদিন ওই গাছের চারিদিকে ঘুরে বেড়াতো. কিছু বছর পর ওই হাতির বাচ্চাটা বড় হয়ে যায়. এখন ওই লোকটি হাতিটিকে শিকল দিয়ে বেঁধে রাখে না. বরং একটি দড়ি দিয়ে বেঁধে রাখতো. কারণ এখন ওই হাতিটার চেষ্টাই করে না দড়িটা ছিঁড়ে ফেলার. কিন্তু এখন যদি ওই হাতিটা চাই তাহলে হাতিটার মধ্যে এতটা ক্ষমতা আছে ওই দড়ি তো দূরের কথা বরং যে গাছের সঙ্গে তাকে বাঁধা রয়েছে সেই গাছটাকে উপড়ে ফেলতে পারে. কিন্তু এখনো ওই হাতিটার চেষ্টাও করে না. আর এটা এই কারণে কারণ ওই হাতিটা এখন কম্ফোর্ট জোনে চলে গেছে. আর এই কারণেই ওই হাতির মধ্যে যে ক্ষমতা ছিল সেটা সে চিনতে পারছে না.
আর ওই হাতির মতোই আমরাও আমাদের কম্ফোর্ট জোনের মধ্যে আটকে পড়েছি. আর কম্ফোর্ট জোনের মধ্যে থেকে আমরা এটা ভাবছি যে সবকিছু যেমন চলছে চলুক না কেন নতুন কিছু করতে যাবো যদি সেখানে ফেল হয়ে যায় বা খারাপ কিছু হয়ে যায় তাহলে কি হবে?
আপনি জীবনে কখনো না কখনো কুকুর ও ব্যাঙের গল্প তো অবশ্যই শুনেছেন. তারপরেও আমি আপনাদেরকে আরো একবার বলে দি
একবার একটি ভিখারির পাশে বসে একটি কুকুর কান্না করছিল. তখন একটি লোক এসে ওই ভিখারিকে জিজ্ঞেস করে যেই কুকুরটি এত কান্না কেন করছে? ভিখারি বলে এই কুকুরটি একটি পেরেকের ওপরে বসে পড়েছে. তখন ওই লোকটি বলে ওই কুকুরটির কষ্ট হচ্ছে তাহলে সে ওখান থেকে কেন উঠে পড়ছে না? তখন ওই ভিখারি বলে কুকুরটির কষ্টতো হচ্ছে কিন্তু এতটাও কষ্ট হচ্ছে না যে সে সেখান থেকে উঠে পড়বে. এটাকেই আমরা বলি কম্ফোর্ট জোন.
আর এমনই আরেকটি উদাহরণ আছে ব্যাঙের. একটি ব্যাংকে ঠান্ডা জলের মধ্যে ছেড়ে দিয়ে সেটাকে গ্যাসের উপরে রেখে দেওয়া হয়. আর ধীরে ধীরে ওই জলটিকে গরম করা হয়. দিকে ব্যাঙটি তো জলের মধ্যে খেলা করছিল. কিন্তু জলটা যখন একটু গরম হয় তখন ওই ব্যাঙটির গরম লাগা শুরু হয়. ওই টাইমে ব্যাঙটা চাইলে লাফ দিয়ে জল থেকে বাইরে বেরিয়ে চলে আসতে পারত. কিন্তু ওই ব্যাংকটি সেটা না করে নিজের কম্ফর্ট জোনের মধ্যেই বসে থাকে. কারণ ব্যাঙ্কটা ভাবছিল গরম তো লাগছে. এতটাও গরম লাগেনি যে আমি মরে যাব. আর সব শেষে সেটাই হয়. কিছুক্ষণ পর জল ফুটতে শুরু করে. আর এখন ওই ব্যাংকটি চাইলেও জল থেকে আর বেরিয়ে আসতে পারেনি. আর সবশেষে ব্যাঙটি মারা যায়.
ওই কুকুর ও ব্যাঙের মতই আমরাও আমাদের জীবনে অপেক্ষা করতে থাকি. সবকিছু চলছে তো চলুক না. কষ্ট তো হচ্ছে. কিন্তু এতটাও কষ্ট হয়নি যে নিজেকে পরিবর্তন করে নেব. কম্ফোর্ট জোনের মধ্যে আটকে থেকে কোন রকমের অ্যাকশান না নেওয়ার কারণে জীবন দাঁড়িয়ে গেছে. কিন্তু এতটাও জীবন খারাপ নয় যে এখান থেকে বেরিয়ে যেতে হবে. কম্ফোর্ট জোনে আমাদের অনেক কমফোর্ট ফিল হয়. কিন্তু আমরা এটা সবাই জানি এই কম্ফোর্টেবল ফিলিংসটাই আগামী দিনে অনেক বেশি আনকম্ফোর্টেবল হয়ে যাবে.
একটি অনেক সুন্দর কোট আছে. আর সেটা হল যদি আপনি সফল হতে চান. তাহলে আপনাকে uncomfortable হতেই হবে. কমফোর্ট জোনে থেকে কোন মানুষই সফল হতে পারে না. যদি বসে থেকেই সফল হওয়া যেত তাহলে আজ প্রতিটা মানুষই সফল হতো. আর তখন সফল মানুষের কোন মূল্যও থাকত না. আমরা এই পৃথিবীতে ঘুরে বেড়ানোর জন্য ঘুমানোর জন্য, টিভি দেখার জন্য, সিনেমা দেখার জন্য বা সোশ্যাল মিডিয়াতে সময় পার করার জন্য আসেনি. বরং সবার প্রথমে নিজের জন্য কিছু করে পৃথিবীতে কোন না কোন মানুষের জীবনকে সহজ করতে এসেছি. আর এই জন্যই আমাদের পৃথিবীতে জন্ম হয়েছে. এই পৃথিবীর জন্য কিছু করার আগে আপনাকে নিজেকেই নিজের জন্য কিছু করতে হবে. আর সেটা আর সেটা কম্ফোর্ট জোনের মধ্যে থেকে আপনি কখনোই করতে পারবেন না. কম্ফোর্ট জোন থেকে বেরিয়ে আসার অর্থ হল আপনি সেই জিনিসটা ট্রাই করুন. আপনি আজ পর্যন্ত করেননি. যে সমস্ত কাজ আজ পর্যন্ত আপনি অসম্পূর্ণ রেখেছেন. সেই সমস্ত কাজকে সম্পূর্ণ করুন. আপনি আপনার মোবাইলের দুনিয়া থেকে বেরিয়ে এসে সমস্ত মানুষগুলোর সঙ্গে মিশুন যারা আপনাকে গ্রো করতে সাহায্য করবে যাদের কাছে থেকে আপনি আপনার ফিল্ডের জন্য বেস্ট নলেজ পাবেন. তখন আপনি grow করতে পারবেন. যখন আপনি আপনার কম্ফোর্ট zone থেকে বেরিয়ে এসে কোন কিছু করবেন. তখন যে কম্ফোর্ট আপনি পাবেন সেটা আমি আপনাকে লিখা বোঝাতে পারবো না কিন্তু ওই কম্ফোর্ট পাওয়ার জন্য বর্তমানে আপনার যে কম্ফোর্ট জোন আছে সেটাকে আপনাকে ছাড়তে হবে. কারণ আপনার কম্ফোর্ট জোনের বাইরে অনেক অপরচুনিটি আপনার জন্য অপেক্ষা করছে. তাই অপরচুনিটি গুলোকে মিস করবেন না. get আউট affair comfort zone now.
We respect your freedom of speech.
Please don't write anything that might violate someone else's privacy.