বিশ্বের সবচেয়ে গরীব ১০টি দেশ ২০২২, যাদের জীবনযাপন কল্পনাকেও হার মানাই !! 10 Poorest Countries |
দরিদ্রতা বলতে বেঁচে থাকা এবং আবশ্যিকীয় প্রজন্ম মেটানোর জন্য অধীনস্থ সম্পদ বা আয়ের অপরিযুক্ততাকে বোঝায়
গাণিতিকভাবে দৈনিক 1.90$ এর কম উপার্জন করা মানুষকে দরিদ্র সীমার নিচে ধরা হয়.
একটি দেশ কতটা দরিদ্র আর কতটা ধনী তা নির্ধারন করে সেই দেশের মাথাপিছু আয় সম্পদের পরিমাণ. ও বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর.
শুধু তাই নয়, স্থানীয় জনগণের নাগরিক সুবিধার মান মৌলিক অধিকার সুনিশ্চিতকরণ এবং অভ্যন্তরীণ অবকাঠামো বলে দেয় দেশটির অর্থনৈতিক অবস্থা.
মানুষের জীবনের মতো বিশ্ব জুড়ে এক একটি রাষ্ট্রেও নিম্নবিত্ত, মধ্যবিত্ত আর উচ্চবিত্ত শ্রেণীতে বিভক্ত. তারই ধারাবাহিকতায় পৃথিবীর দরিদ্রতম কিছু দেশ নিয়ে ইমরুল হাসান কমিউনিটির আজকের এই আয়োজন.
পোস্ট সম্পূর্ণ পড়ার অনুরোধ রইলো.
ইতালি তার অধিকাংশ দেশগুলো প্রধানত কৃষির উপর নির্ভরশীল. তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক
মালানাস্কা দরিদ্র দেশের তালিকায় এই দেশটি রয়েছে দশ নাম্বারে.
মাথা পিছু জিডিপির বর্তমান মূল্য 404.9$ মার্কিন ডলার. মালাকাস্কারের কৃষি পণ্যের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রয়েছে ভ্যানিলা, লবঙ্গ ও লিচু. এ দেশটির মূল্যবান রপ্তানি পণ্যের মধ্যে আরো রয়েছে নিকেল ও কোবালতি ধাতু.
লাইব্রেরিয়া. দরিদ্র দেশের তালিকায় এই দেশটি রয়েছে নয় নম্বরে. মাথাপিছু GDP এর বর্তমান মূল্য 518.4$ মার্কিন ডলার. আফ্রিকার প্রাচীনতম প্রজাতন্ত্রটি সবচেয়ে দীর্ঘ সময় ধরে দরিদ্রতম দেশের তালিকায় রয়েছে. রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে রবার, কাঠ, আয়রন, হীরে, কোকো এবং কফি.
মোজাম্বিক দরিদ্র দেশের তালিকায় এই দেশটি রয়েছে আট নাম্বারে. মাথাপিছু GDP এর বর্তমান মূল্য 476.6$ মার্কিন ডলার. এ দেশটিতে প্রচুর আবাদযোগ্য জমি এবং খনিজ সংস্থান রয়েছে. তবুও এটি বিশ্বের দীর্ঘ দশটি দরিদ্রতম দেশগুলোর মধ্যে একটি. এ দেশটির রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে অ্যালুমিনিয়াম, কয়লা, কাঠ, তুলো, চিংড়ি, কাজু, চিনি এবং সাইট্রস,
নাইজার. দরিদ্র দেশের তালিকায় এ দেশটি রয়েছে সাত নাম্বারে. মাথাপিছু GDP র বর্তমান মূল্য 434$ মার্কিন ডলার. এ দেশটি গত বছরের অর্থনীতি বাড়িয়েছে 1.2%. এবং IMF আশা করে 2021 সাল নাগাদ প্রবৃদ্ধি হবে আরো প্রায় 7%. এ দেশটি রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে ইউরোনিয়াম আকরিক পেঁয়াজ, গবাদি পশু এবং কাউপিয়া. এটি মূলত একটি ভেষজ উদ্ভিদ.
কঙ্গ. দরিদ্র দেশের তালিকায় এই দেশটি রয়েছে ছয় নাম্বারে. মাথাপিছু GDP র বর্তমান মূল্য 448.7$ মার্কিন ডলার. দেশের 20 শতাংশ মানুষ অনাহারের কারণে মারা যায়. দরিদ্র চরম পর্যায়ে যাওয়ার পেছনে পূর্বের অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ. ক্ষমতার অপব্যবহারকেই প্রধানতম কারণ হিসেবে দেখা যায়. এ দেশটি রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে স্বর্ণ, হীরের, তামাক, ওবাল্থ, দস্তা, টিন, অপরিশোধিত তেল, কাঠের পণ্য এবং কফি.
মালাও. দরিদ্র দেশের তালিকায় এই দেশটি রয়েছে পাঁচ নাম্বারে. মাথাপিছু GDP র বর্তমান মূল্য 351$ মার্কিন ডলার. এটি আফ্রিকার ক্ষুদ্রতম একটি দেশ. 53% লোক দরিদ্র সীমার নিচে বাস করে. এ দেশটির প্রধান রপ্তানি পণ্য তামাক. আরো রয়েছে চা, চিনি, তুলা, কফি, রাবার. ম্যাকডামিয়া বাদাম, মশলা. কাঠের পণ্য, রত্ন এবং ইউরেনিয়াম.
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র. দরিদ্র দেশের তালিকায় এই দেশটি রয়েছে চার নাম্বারে. মাথাপিছু GDP বর্তমান মূল্য 430.1$ মার্কিন ডলার. এ দেশটি কৃষি আর ডায়মন্ড হারবারের উপর সবচাইতে বেশি নির্ভর করে. এ দেশটিতে প্রচুর প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণ ও পারস্পরিক দাঙ্গা দেশটির অর্থনীতিতে বিপর্যয় ডেকে এনেছে. এ দেশটিও রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে স্বর্ণ, তেল, হীরা, কাঠ, কয়লা এবং ইউরোনিয়াম,
সোমালিয়া. দরিদ্র দেশের তালিকায় এ দেশটি রয়েছে তিন নাম্বারে. মাথাপিছু GDP র বর্তমান মূল্য 348$ মার্কিন ডলার. 1.6 কোটির এই দেশটিতে করোনা ভাইরাসের মহামারী আধুনিক সময়ে নজিরবিহীন পঙ্গপালের আক্রমণ এবং তীব্র বন্যার যোগীর প্রভাব দ্বারা 2020 সালে প্রোজেক্টের GDP প্রবৃত্তি বাধাগ্রস্ত হয়ে যাই. যার ফলে অর্থনীতি 1.5% সংকুচিত হয়. এই দেশটি রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে পশুসম্পদ কলা, চামড়া, মাছ, কাঠ কয়লা এবং স্ক্র্যাপ থাকে.
দক্ষিণ সুদান. দরিদ্র দেশের তালিকায় এ দেশটি রয়েছে দুই নাম্বারে. মাথাপিছু GDP বর্তমান মূল্য 275.4$ মার্কিন ডলার. বিশ্বের নবীনতম দেশ দক্ষিণ সুদান. দক্ষিণ সুদানের অর্থনীতি মূলত তার প্রাকৃতিক সম্পদ. রপ্তানির উপর নির্ভর করে. এ দেশটির রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে তেল, কাঠ, বীজ, ধৃত পোশাক, লোহা, ইস্পাত.
বুড়োনটি. দরিদ্র দেশের তালিকায় সর্ব প্রথম স্থানে রয়েছে এই দেশটি. মাধবী GDP র বর্তমান মূল্য 307$ মার্কিন ডলার. সব চেয়ে দরিদ্র দেশ. বুড়িনডি পূর্ব আফ্রিকার একটি স্থল বেষ্টিত রাষ্ট্র. এ দেশটির বেশিরভাগ মানুষই এক দিনে 1.25$ ডলার বা তার চেয়ে কম অনুপাতে জীবন যাপন করে. এ দেশটির রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে কফি, চা, চিনি, সুতা. এবং চামড়া.
imroul Hassan community এই পোস্ট কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু.
We respect your freedom of speech.
Please don't write anything that might violate someone else's privacy.