Kd Pathak এর ৭টি বিখ্যাত উক্তি | Adaalat | kd pathak | কে ডি পাঠক এর বিখ্যাত উক্তি | The Heart End | |
1/ এই লোকজনগুলো নয় তুমি স্বয়ং নিজেকেই নিজে ভাসিয়েছো.
মিথ্যে কথা বলে.
এই মিথ্যা জিনিসটা হয়ই এরকম. জীবনকে ওলোট পালট করে চলে যায়.
আর সত্যি
সত্যিতে খুবই শক্তি থাকে সত্যের মধ্যে খুবই আছে আপনার মধ্যে কি শক্তি আছে সত্যি বলার?
2/লক্ষ কোটি মানুষের কাছ থেকে লক্ষ কোটি টাকা পাওয়া যাবে. কিন্তু সত্যিই কটা লোকের মধ্যে পাওয়া যায়. যে বস্তুটা সত্যি দিয়ে পাওয়া যায়. সেটা টাকা দিয়ে কেনা যায় না. মেরুদন্ডের সাহায্যে যদি মাপা যায়. তো সত্যির ওজন টাকার থেকে অনেক বেশি
3/ শক্তি রেখে যারা চলে তারা হারে না. ব্যর্থতা একটা পরীক্ষা মাত্র. স্বীকার করো. কি ঘাটতি রয়েছে দেখো. পূরণ করো. যতক্ষণ না সফল হও. শান্তির ঘুম ত্যাগ করো. লড়াই করো. মাঠ ছেড়ে যেও না.
4/ কিছু না করলে জয়োধ্বনি শোনা যায় না. যে শক্তি রেখে চলে সে হারে না কখনো. এটা সত্যিই যে মায়ের ভালোবাসা থেকে বড় এই পৃথিবীতে আর কিছু নেই.
5/ পৃথিবীতে কালো জাদু হয় কি হয় না কিন্তু কিন্তু যেভাবে তুমি আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছো ওটা নিশ্চয়ই জাদু আর ওটা এক আর ওটা একমাত্র তুমিই পারো. তুমি একেবারে জাদুকর. আর সেই অর্থে জাদুঘর তো আপনারাও. দুর্বলকে রক্ষা করুন. আর সহায়কে সহায়তা. হয়ে গেলেন না আপনি জাদুকর.
6/ যে অপরাধী কোন না কোন ভুল অবশ্যই করে থাকে. ব্যস খুঁজে বের করার চোখ চাই. যখন চুপ করে থাকবে অস্ত্রের রক্ত পড়বে বলে পিড়িতের ব্যথা দুর্নীতির বিরুদ্ধে আপনাদের এই লড়াই জারি রেখে এই সমাজের আদালতের সব থেকে বড় আমরা কেবল একজোট হয়েই জিততে পারি
7/ একশো মিটারের দৌড় হোক বা বিয়াল্লিশ কিলোমিটারের ম্যারাথন. মিথ্যা যতই জোরে দৌড়ক যত দূরেই যাক না কেন আমি ওর পিছু ছাড়ি না. সব সময় মিথ্যেকে হারিয়েই থাকি. কারণ ন্যায়ের ম্যারাথন. জয় সবসময় সত্যেরই হয়.
We respect your freedom of speech.
Please don't write anything that might violate someone else's privacy.