Elon Musk |
রকেট নির্মাতা প্রতিষ্ঠান space x এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এলন মাস্ক. Tesla সহ আরো বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছে তার নাম.space x এর তৈরি রকেট খেলকন হেভির সফল উত্থাপনের পর তুমুলভাবে আলোচিত হয়েছেন তিনি .
আজকে আমি জানাবো তারই সাফল্যের দশটি সূত্র সম্পর্কে. তবে ফ্রেন্ডস এই পোস্ট টি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ এই পোস্ট হতেও পারে আপনার জন্য লাইভ চেইঞ্জিং পোস্ট so ফ্রেন্ডস lets get Start it.
চাকরি বা ব্যবসা আপনি যাই করেন না কেন নিশ্চয়ই কোন না কোন পণ্য তৈরি করছেন. আপনার পণ্যটাকে নিখুঁত করতে হলে মানুষের প্রতিক্রিয়া জানা প্রয়োজন. দুর্বল লোকেরা সমালোচনায় হতাশ হয়ে পড়েন. আর মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিরা সমালোচনাকে কাজে লাগিয়ে নিজেকে উন্নত করেন. মানুষের প্রতিক্রিয়া তারা মন দিয়ে শোনেন. বোঝার চেষ্টা করেন. এই প্রতিক্রিয়া কতখানি সত্য. ভাবেন কোথায় কোথায় নিজেকে আরো বেশি উন্নত করা যায়. বিশ্বাস থেকেই সমালোচনাকে ভালোবাসেন এলন মাস্ক .
তিনি বলেন আপনি যাই করবেন না কেন একজন সুবিচারকের সমালোচনা আপনার কাছে স্বর্ণের চেয়েও মূল্যবান. সমালোচকরাই তো আপনার ভুল ধরিয়ে দেবে.
যুক্তরাষ্ট্র ভিত্তিক টিভি চ্যানেল সিবিএসের একজন সাংবাদিকের সঙ্গে এলন মাস্ক কথোপকথনের একটি অংশ .
সাংবাদিক :- আপনি যখন পর পর তিনবার ব্যর্থ হলেন হাল ছেড়ে দেওয়ার কথা মাথায় আসেনি এলন মাস্ক :- কখনো না. কেন? আমি কখনোই হার মানি না. মৃত্যু এলে কিংবা একেবারে অক্ষম হয়ে গেলে তবেই আমি কেবল হার মানবো
এলন মাস্কের কথা যে কেবল তার কথায় নয় তার পিছনের দিনগুলোতে তাকালেই তা বোঝা যায়. ফেল কোড ওয়ান নামের রকেটটি উৎক্ষেপণ করতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছিলেন তিনি. হাল ছাড়েননি. অনেক প্রতিষ্ঠান প্রচারের জন্য যত টাকা ব্যয় করেন পণ্যের মান উন্নয়নের জন্য তত টাকা ব্যয় করতে আগ্রহী হয় না. Tesla সম্পর্কে মাস্কের বক্তব্য বিজ্ঞাপনের জন্য তেমন খরচ করেনি. যতটা পণ্যের উন্নয়নের জন্য করেছেন. এই মনোভাব শুধু যে সময়, শক্তি আর অর্থ বাচায় তা নয়. দ্রুত সামনে এগোতেও সাহায্য করে মাস্ক বলেন অনেক প্রতিষ্ঠান দ্বিধায় পড়ে যায় তারা এমন সব খাতে টাকা ব্যয় করে যেগুলো তাদের উৎপাদনকে উন্নত করে না. এমন ব্যয় মোটেও কোনো কাজের নয় বলে মনে করেন এই উদ্যোক্তা. এলন মাস্ক মনে করেন জীবন খুব ছোট. আপনি যে কাজটা পছন্দ করেন না প্রতিদিন সকালে ঘুম থেকে অনিচ্ছা সত্ত্বেও সেই একই কাজ বার বার করার কোনো মানে হয় না বেরিয়ে পড়ুন পাহাড়ে চলুন বিভিন্ন দেশে ঘুরে বেড়ান রোমাঞ্চ উপভোগ করুন আপনি তো রোবট নন.
এলন মাস্ক বলেন মঙ্গলে বসতি করার কল্পনা আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে. প্রতিদিন কিছু সমস্যা সমাধানের চাইতে জীবন অনেক বড়. অতএব জেগে উঠুন আর ভবিষ্যৎ পরিকল্পনায় রোমাঞ্চিত হন. পরিশ্রমের কোন বিকল্প নেই. হোক সেটা মানষিক কিংবা শারীরিক একমাত্র পরিশ্রমের মাধ্যমে আপনি সফলতা অর্জন করতে পারবেন পরিশ্রম প্রসঙ্গে বলেন কেউ সপ্তাহে চল্লিশ ঘন্টা কাজ করছে. আর আপনি হয়তো একশো ঘন্টা কাজ করছেন. আপনারা দুজনে হয়তো একই কাজ করছেন নিশ্চিত থাকুন অন্য মানুষটি যেটা এক বছর অর্জন করবে সেটা আপনি মাত্র চার মাসে অর্জন করতে পারবেন. তবে কাজের সঙ্গে শৃঙ্খলা ও ধারাবাহিকতা থাকাটাও প্রয়োজনীয় বলে মনে করেন তিনি. যে কাজটিতে আপনি কাজ করছেন সেটাকে ভালোবাসা খুব জরুরি. যদি তা না হয় তাহলে মনে হবে আপনি নিজের ওপর জোর খাটাচ্ছেন. এভাবে হয়তো কিছুদিন চলতে পারে. কিন্তু যখন কঠিন সময় আসবে তখন আর সামলাতে পারবেন না. অতএব সেই কাজটাই বেছে নিন. যেটা আপনি সহজ ভাবেই পছন্দ করেন. হোক সেটা হোক সেটা গান, গণিত কিংবা মহাকাশ বিদ্যা. অনেকেই নিজের ভালো লাগার জায়গাটা ধরতে পারেন না. ভোগেন. এক্ষেত্রে ধৈর্য ধরুন. লক্ষ্য করুন কোন কাজটিতে আপনি সবচেয়ে বেশি সময় ব্যয় করছেন. নিজেকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করুন. শিগগিরই পছন্দের জায়গাটা ধরতে পারবেন.
এলন মাস্ক বলেন যদি আপনি কাজটাকে ভালোবাসেন তাহলে নিশ্চয়ই কাজের সময় ছাড়াও আপনি এটা নিয়ে ভাববেন. আপনার আপনার মস্তিস্ক এই ভাবনার সঙ্গে অভ্যস্ত. আর যদি পছন্দ না করেন জোর করে এটা কখনোই সম্ভব নয় ঝুঁকি নেওয়ার কথাটা সম্ভবত তার মুখেই সবচেয়ে বেশি ভালো মানায়. বারবার ঘুরেছে তার জীবনের মন. Zip 2 বিক্রি করে তিনি X dot com শুরু করেছেন. পেপালের মতো একটা সফল প্রতিষ্ঠানে নিজের অংশটা বিক্রি করে দিয়ে তিনি স্পেস এক্সের পিছনে লগ্নি করেছেন. এলন বলেন কোন কিছু করার দরকার মনে হলে প্রতিকূল পরিস্থিতি আরো প্রতিকূল হলেও আপনি সেটা করবেন. হ্যাঁ পুরো ব্যাপারটাই ঝুঁকি, নেওয়া ছাড়া আর কিছুই নয়. তবে জীবনে কিছু পেতে হলে ঝুঁকি তো নিতেই হবে বিচিত্র সব খাতে অর্থ বিনিয়োগ করেছেন এলন মাস্ক বিখ্যাত সব প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছে তার নাম।
কিন্তু তার এই সাফল্যের রহস্যটা কি?
রহস্য হলো প্রস্তুতি না নিয়ে তিনি কখনো মাঠে নামেন না তিনি যখন মহাকাশ আর aronetics দুনিয়ায় পা রাখলেন অনেক শিল্পপতি ধরে নিয়েছিলেন. শখের বশেই হয়তো এই টাকাগুলো খরচ করছেন তিনি. কদিন পর নিশ্চয়ই ব্যর্থ হবেন. ভুল. নিজের লক্ষ্য ঠিক না করে এলন পা বাড়ান না. আপনার কাছে একশো টাকা আছে? আপনি আজকের দিনের খাবার কিনতে পারবেন?
কিন্তু তাই বলে কি আপনার বসে থাকাটা উচিত?
এলন মাস্ক. সেটা একেবারেই মনে করেন না. অনেক কিছুই থাকতে পারে হাতে. হতে পারে কাজ করার খুব বেশি তাড়া নেই. তবে তাই বলে ধীরে সুস্থে কাজ করা থেকে বিরত থাকুন. আর মরিয়া হয়ে কাজ করুন. লড়াই করুন নিজের সঙ্গে নিজের সেরাটা বের করে আনা. বিখ্যাত মানুষেরা সবসময় পড়ার ওপর জোর দেন. এলন মাস্ক খুব ব্যতিক্রমী নয়. ইলেনের বয়স যখন নয় বছর তখন তিনি answer, ব্রিটেনিকা পুরোটা পড়ে ফেলেছিলেন. সেই সময় বিজ্ঞান কল্পকাহিনী পড়ে করে দশ ঘণ্টা সময় বের করতেন. আজ সেই মানুষটি হাত ধরেই মঙ্গলে বসতি করার স্বপ্ন দেখছে মানুষ.
ভার্স ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন আমার ছোট্ট লাইব্রেরিতে মহাকাশ সম্পর্কিত যত বই আছে আমি সব পড়ে পেলেছি. আশা করি আপনার এই পোস্ট ভাল লেগেছে.
যদি আপনার পোস্ট টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করুন.
We respect your freedom of speech.
Please don't write anything that might violate someone else's privacy.