ELON MUSK: ONLY 1% PEOPLE DO THIS | Powerful Bangla Motivational Speech for Success in Life |
বন্ধুরা প্রায় সকলেই এলন মাস্ক এর প্রশংসা করেন. সারা দুনিয়া জুড়ে তার কয়েক কোটি fan আছে. আর থাকবে না কেন তিনি একজন জিনিয়াস ব্যক্তি আমাদের পৃথিবীর জন্য কত কিছুই না করছেন space x এর মাধ্যমে তিনি মানুষকে মঙ্গলে পাঠাতে চান. বোরিং কোম্পানির মাধ্যমে তিনি মেটাতে চান ট্রাফিকের সমস্যা. সোলার সিটির মাধ্যমে কমাতে চান গ্লোবাল ওয়ার্মিং. অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন. আর এরকম না জানি আরো কত গুরুত্বপূর্ণ মিশনের অংশ তিনি অনেকেই বিখ্যাত হওয়ার জন্য পাবলিসিটি স্ট্যান্ড ও মার্কেটিং ক্যাম্পেইনের মাধ্যমে নিজেদের ব্র্যান্ডের প্রচার করেন.
কিন্তু এলন মাস্ক তাদের মতো নন. তার কোম্পানির প্রোডাক্টগুলোই তার জন্য এক একটি ব্রেকিং নিউজের কাজ করে. কারণেই সকলেই স্বীকার করতে বাধ্য হন যে সফলতার আরেক নাম কিন্তু
এখন প্রশ্ন হলো এলন মাস্ক কিভাবে এই সাফল্য অর্জন করলেন?
আর কেনই বা মানুষ তার এত প্রশংসা করে?
বন্ধুরা আজকের এই পোস্ট তে আমরা সে কথায় আলোচনা করব এবং আপনাদের পাঁচটি টিপস দেবো. তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক. be innovative mask এর innovative thinking অর্থাৎ নতুন কিছু তৈরি করার চিন্তায় তার প্রধান শক্তি তার এই নতুন ভাবনা নতুন চিন্তা ও আবিষ্কার অনেক মোড় তৈরি করেছে. যখন তিনি paypal প্রতিষ্ঠা করেন তখন সেটাই ছিল পৃথিবীর একমাত্র কোম্পানি যেটা বৈদ্যুতিক উপর money transfer এর পরিষেবা দিতো আইএসএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেশাল স্টেশনে মহাকাশযান পাঠানোর জন্য প্রথম প্রাইভেট কোম্পানি আবার Tesla পৃথিবীর মুখ্য ইলেকট্রিক car উৎপাদনের কোম্পানি আর তার জন্য এলন মাস্ক অনেকবার বলেছিলেন কোনো ট্রেন্ড অনুসরণ না করতে তিনি বারবার বলেছেন অন্য কারোর সঙ্গে প্রতিযোগিতায় না নেমে নতুন কিছু তৈরি করার দিকে মন দিতে হবে. এমন কিছু তৈরী করতে হবে যাতে থাকবে একাধিপত্য অর্থাৎ মনোপালি তখন এমনিতে আপনার সমস্ত প্রতিদ্বন্দ্বী আপনার পিছনে থাকবে. সহনশীল হতে হবে এলন মাস্ক তো একটি ইন্টারভিউতে বলেছিলেন যে। সকলে ব্যবসা করতে পারে না কেননা এর জন্য সব থেকে প্রয়োজনীয় হলো সহনশীল হওয়ার ক্ষমতা. রাগ, দুঃখ, আবেগ এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে হবে. আর সে কারণে নিজের মধ্যে কাঠিনয়না প্রয়োজন. মানসিকভাবে নিজেকে শক্তিশালী করে তুলতে হবে. তা ছাড়া উনি এটাও বলেছিলেন যে স্টার্টিং এ কোম্পানি ডিসলাইক eating গ্লাস অর্থাৎ একটি কোম্পানি শুরু করা কাঁচের টুকরো গিলে খাওয়ার সমান. আর শুধু ব্যবসায়ী নয় যে কোনো কিছুই যেমন শিক্ষা, খেলাধুলা বা চাকরি সমস্ত কিছুতেই আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে. কেননা বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ নিজের ক্যারিয়ারে সাফল্যের বদলে ব্যর্থতা দেখে. আর এই অভিজ্ঞতা থাকাটাও খুবই জরুরী কেননা ভুল থেকেই আমরা শিক্ষা নিই এবং পরবর্তীকালে আরো ভালো কাজ করি আর তখনই আমরা সাফল্য পাই. নতুন কিছু শেখার জন্য প্রস্তুত থাকতে হবে. বন্ধুরা নিজের স্বপ্নগুলোকে শুধু এই কারণে এড়িয়ে যাবেন না. কারণ আপনি সেই ব্যাপারে কম জানেন.
এলন automobile industry তে কোনো background ছিল না. কিন্তু তার জন্য তিনি থেমে যাননি. দেখুন আজ Tesla কোম্পানি কোথায় গিয়ে পৌঁছেছে
তিনি কোনো রকেট scientist নন আর তাছাড়া engineering এর কোনো ডিগ্রী ও তার ছিলোনা কিন্তু তাও তিনি নিজের চিন্তায় অটুট থেকে space x শুরু করেন. আর একটা কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন. মাত্র বারো বছর বয়সে তিনি শুধুমাত্র বই পড়ে বেসিক কম্পিউটার প্রোগ্রামিং ও কোডিং শিখেছিলেন. আজ আমরা যে যুগে বাস করছি তাকে বলা হয় AJ of ইন্টারনেট বা internet এর যুগ. এখানে আমাদের কাছে আছে অসংখ্য প্রযুক্তি বই অনলাইন কোর্স তাই কোনো অজুহাত দেখানোর জায়গা নেই আমাদের তাই যদি আপনি বলেন এ ব্যাপারে কোনো ধারণা নেই তাই আপনি কাজটি করতে পারবেন না তবে আপনি নিজেকে মিথ্যে বলছেন ইফ ইউ ক্যান ডুইট নাও ইউ ক্যান ডু ইট এভার. আশাবাদী হতে হবে
এলন মাস্ক একজন খুবই আশাবাদী ও আত্মবিশ্বাসী মানুষ. তিনি সব সময় নিজের জন্য ও তার কর্মচারীদের জন্য চ্যালেঞ্জিং ডেডলাইন তৈরি করেন. কারণ তিনি বিশ্বাস করেন everything is possible. অর্থাৎ সমস্ত কিছুই সম্ভব. যেমন space x জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ হল space x ট্রান্সপোর্টেশনকে সস্তা ও অর্থনীতি সহায়ক করে তোলা. তার জন্য Space x এর কর্মচারীদের উৎপাদন মূল্য নব্বই শতাংশেরও কম করতে হবে. যেটা এমনিতেই খুব কঠিন. কিন্তু তা সত্ত্বেও চেষ্টা চলছে. ওনার কর্মচারীরা বহুবার এই সমস্ত কঠিন পরিস্থিতির মোকাবিলা করে সফল হয়েছেন. আবার অনেকবার ব্যর্থও হয়েছেন.
তাই আসল কথাটি হলো আপনি তখনই অসম্ভবকে সম্ভব করে তুলতে পারবেন. যখন আপনার নিজের প্রতি ভরসা থাকবে. বিশ্বাস থাকবে. তাই নিজের উপর বিশ্বাস রাখুন. নিজের স্বপ্নের উপর ভরসা রাখুন. কঠোর পরিশ্রম করুন. আপনি নিশ্চয়ই সফল হবেন.
পাওয়ার অফ ফোকাস পৃথিবীর সফল ও কোটিপতি ব্যক্তি নন যিনি পাওয়ার অফ ফোকাসে বিশ্বাস করেন ওয়ারিং বাফেট তার নট টুডু লিস্ট বইয়ে এ কথা বলেছেন স্টিভ জবসো বারবার ফোকাসড মাইন্ডসেটের কথা বলেছেন তার মতে কি করবো না সেটা জানা কি করতে হবে জানার মতোই সমান জরুরী. তাদের সকলের মতেই focus থাকার জন্য distraction element গুলোকে বাদ দেওয়া ভীষণ প্রয়োজন. অর্থাৎ কাজের সাথে সম্পর্কহীন সমস্ত জিনিস গুলোকে এড়িয়ে যেতে হবে. ঠিক যেমন কোন কিছু কিনতে টাকা খরচ করার আগে আপনি ভাবেন জিনিসটা আপনার কাজে লাগবে কিনা. ঠিক একইভাবে কোনো কিছু করার আগে নিজেকে প্রশ্ন করুন সেটা আপনার জন্য জরুরি কিনা লাভজনক কিনা. যদি তা হয় খুবই ভালো কিন্তু যদি তা না হয় তবে তক্ষুনি সেটা বন্ধ করতে হবে. আশা করি পোস্ট মূল বক্তব্য আপনি বুঝতে পেরেছেন এবং তার থেকে উপকৃত হবেন আপনার মনোবল বাড়াতে একটুও সাহায্য করে থাকলে শেয়ার করুন বন্ধুদের সাথে. যাতে তারাও উপকৃত হয়.
We respect your freedom of speech.
Please don't write anything that might violate someone else's privacy.