গীতা আর কোরআন একে অপরের সাথে কখনো লড়াই করে না, আর যারা এগুলোকে নিয়ে লড়াই করে তারা এগুলোকে কখনো পড়ে না।
অহংকারের সব থেকে খারাপ বিষয় হলো এ তোমাকে কখনোই অনুভব করতে দেয় না, যে তুমি ভুল যদি চিন্তাতে থাকো। তাহলে নিজে জ্বলবে যদি নিশ্চিন্ত থাকো তাহলে দুনিয়া জ্বলবে।
প্রকৃতি প্রত্যেকটি মানুষকে এক একটি হিরের মতো তৈরি করেছে, যে যত নিজেকে ঘষবে সে ততো চকচক করবে প্রথমে সময় খারাপ হবে. তারপর সময় কঠিন হবে. তখন এক একটি দিন কাটানো ভীষণ টাফ হবে. এরপর সময় তোমার পরীক্ষা নেবে তোমাকে তোমার রাস্তা থেকে সরিয়ে দিতে চাইবে কষ্ট দেবে. তোমাকে দুঃখ দেবে. তোমাকে অপমানিত করবে. তোমাকে অভাব দেখাবে কিন্তু তা সত্ত্বেও এই সমস্ত কিছু সহ্য করেও তুমি যদি তোমার রাস্তায় টিকে থাকো তুমি যদি তোমার সিদ্ধান্তে অটল থাকো তাহলে সবশেষে এই সময় তোমার সব স্বপ্ন সত্যি করে দেবে
যারা আজ সফলতার শিখরে দাঁড়িয়ে আছে অনেক কষ্ট সহ্য করেছে. সমাজে যাদের আজ অনেক নাম খ্যাতি ঝরিয়েছে. একসময় হয়তো তারা বদনাম হয়েছে অনেক অপমান সহ্য করেছে হাতুড়ির আঘাত না মারা পর্যন্ত লোহা অস্ত্রের রূপ নেয় না তেমনি বি সংঘর্ষ ছাড়া মানুষ কখনোই নিজেকে উন্নত বানাতে পারে না যে নিজে যত জ্বালাবে তার নামই দুনিয়াতে তত উজ্জ্বল হবে যদি জীবনকে বুঝতে চাও তাহলে অতীতকে দেখো. আর যদি জীবনকে বাঁচতে চাও তাহলে ভবিষ্যৎকে দেখো.
যদি কখনো দেখো ভাগ্য তোমার সাথে দিচ্ছে না তাহলে বুঝে নিও তোমার সেখানে তোমার সাথে দেবে. আজ পর্যন্ত যা করছো, করেছ. কিন্তু এবার বদলাও নিজেকে. নিজেকে বদলানোর প্রচেষ্টায় এমন ভাবে লেগে পড়ো মৃত্যুর কাছে পৌঁছে যাওয়া কোটি মানুষ যেমন বাঁচতে চায়।
সফলতা আমাদের জীবনে তখনই আসে যখন আমাদের স্বপ্ন, আমাদের বাহানার থেকে বড় হয়ে ওঠে. দুর্বল সময় হয় মানুষ নয়. মানছি আজ সমস্যা অনেক বড়. কিন্তু এই সমস্যার জন্য কাল সফল অনেক বড় পাবে. যা চাইবে তাই পাবে জীবনে.
ভাগ্যের থেকে বেশি. উপরে বিশ্বাস করবে এটা লবণের মতো জীবনে বাঁচার জন্য চেষ্টা করতে তো হয়. কিন্তু প্রয়োজনের থেকে বেশি পেয়ে গেলে জীবনের স্বাদ বদলে যায়.
কেউ এসে তোমাকে বুদ্ধিমান বলে গেল. তাই তুমি নিজেকে বুদ্ধিমান মেনে নিলে. আবার কেউ এসে তোমাকে বলে গেলো তাই তুমি নিজেকে বোকা মেনে নিলে তাহলে সত্যি তোমার থেকে বড় পাগল আর কেউ নেই. ভীষণ মুশকিল হয়. সেই মানুষটিকে হারানো. খারাপ যাকে চলতে শিখিয়েছে মানুষকে মজবুত বানায় তো সেই মানুষটি যতই কমজোর হোক না কেন যদি নিজেকে সফল হতে দেখতে চাও তাহলে তুমি ফল ব্যক্তি আজ থেকে এটা মানতে শুরু করে দাও কারণ সফলতার ছাপ আগে আমাদের দিমাগে পড়ে. তারপর সেটা সত্যি হয়ে বাইরে বেরিয়ে আসে.
We respect your freedom of speech.
Please don't write anything that might violate someone else's privacy.