Genius |
জ্ঞান যখন বৃদ্ধি পায় তখন মানুষের অহংকার কমে যায়. জ্ঞান যখন বৃদ্ধি পায় তখন আপনার আত্মবিশ্বাস বেড়ে যায়. জ্ঞান যখন বৃদ্ধি পায়, তখন আপনার ego. মানে লোকেদের ছোট ছোট কথাকে মনে নিয়ে নেওয়ার অভ্যাস. শেষ হতে শুরু করে. কারণ জ্ঞান আপনাকে এই জিনিসটি ফিল করায় যে আমরা এই পৃথিবীকে যতটুকু ভাবি এই ব্রহ্মাণ্ডকে যতটুকু ভাবি এটি তার থেকেও কয়েক লক্ষ গুণ বড়. এবং বহু রহস্যকে এরা লুকিয়ে রেখেছে. আর মানুষের বুদ্ধি কেবলমাত্র ততটুকুই কাজ করবে. ততটুকুই ভাববে এবং বুঝবে যতটুকু তার বুদ্ধি. এবং সেই বুদ্ধিকে চালনা করা বডি.
এবার প্রশ্ন হল এই যে একজন জিনিয়াস এবং একজন সাধারণ ব্যক্তির মধ্যে কি তফাৎ রয়েছে?
তফাৎ হলো তাদের দুজনের ego. অভিমানের. আপনি দেখবেন যে যার কাছে যত বেশি জ্ঞান আছে তো হয় সেই ব্যক্তি খুবই শান্ত স্বভাবের হয় বা খুবই অহংকারই হয়. যে শান্ত থাকে সে নিজের মনকে খুব ভালোভাবে জানে. মস্তিষ্কে কি চলছে সে বিষয়ে ব্যক্তি avoid থাকে কিন্তু একজন বোকা ব্যক্তির এ বিষয়ে কোনো knowledge ই থাকে না. দেখবেন যখন একটি ছোট শিশু আমাদেরকে তার দুষ্টু প্রশ্নগুলি করে. গাছগুলি কেন কথা বলে না. পাখিরা তো আকাশে উড়তে পারে. কিন্তু মানুষ কেন উড়তে পারে না. তো আমরা কিন্তু সেই শিশুর কথায় রাগ করি না. বরং তার কথাগুলিকে শুনে আমরা মুচকি হেসে দিই কেন কারণ তার প্রশ্নগুলির বিষয় আমাদের কাছে জ্ঞান আছে সে যা বলল তার ব্যাপারে আপনি আগে থেকেই সব কিছু জানেন. কিন্তু যখন আমরা কোথাও ফেঁসে যাই যখন বড় কোনো ব্যক্তি আমাদেরকে প্রশ্ন করে যে এই শব্দটিকে ইংলিশে বলে দেখা বা চারটি মেয়ে এবং দুটি ছেলে বসে আছে আর তাদের মধ্যে থেকে একজন হিরো হওয়ার চক্করে আপনাকে এমন কথা বলে দিল যে তুই তো সাইকেল চালাতেই জানিস না. বা তুই তুই তো এই জিনিসটি জানিসই না. মানে আপনাকে অপমান করে সে অন্যকে হাসিয়ে দিলো. এবং সে ভাবতে লাগলো যে সে অনেক বড় কাজকে করে দিয়েছে. এবার যে ব্যক্তির knowledge কম হবে তার এই কেসটিতে Ego heart হয়ে যাবে.
যে সে কিভাবে আমাকে এরকম কথা বলতে পারে? সে কিভাবে আমাকে লোকেদের সামনে অপমান করতে পারে?
এবার এবার ভাবুন যে আপনার knowledge অনেক বেশি. কিন্তু এই কথাটি সে জানেই না যে আপনাকে অপমান করলো. একটু আগে আপনাকে কি বলল যে তুই তো সাইকেল চালাতেই জানিস না. হ্যাঁ. আপনি সাইকেল চালাতে জানেন না. বাট সে এটা জানে না যে আপনি বাইক দারুন চালাতে জানেন. সে আপনাকে বলল যে তুই তো এই বিষয়টি জানিসই না. সে এটা জানে না যে আপনি সেই বিষয়টিকে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে লোকেদেরকে তার থেকেও ভালোভাবে বুঝিয়ে দিতে পারবেন. সহজ ভাষায় যদি বলি তো যদি আপনার কাছে knowledge না থাকে তাহলে আপনার মধ্যে অভিমান, রাগ, দুঃখ, হিংসে এগুলি বেশি হয়ে যাবে. আর যদি আপনার মধ্যে knowledge থাকে এবং আপনি জানেন যে আপনি কি পারেন এবং কি পারেন না. সেই সময় আপনিও তার কথায় মুচকি হেসে দেবেন এবং তাকে ignore করবেন. তাই না? কারণ যখন আমাদের কাছে কোনো বিষয়ের knowledge থাকে. যখন আমরা জানি যে আমাদের কাছে এই জিনিসের নলেজ আছে. তখন আমরা লোকেদের কথাকে অতটা মনে নিই না. আমরা তখন লোকেদের কথাকে ইগনোর করি. আর লাইফে এগিয়ে যাই. মানে আপনার জ্ঞান অর্জন করা খুবই জরুরি জ্ঞানকে বৃদ্ধি করা খুবই জরুরী. এই জ্ঞানী আপনাকে লোকেদের ছোট ছোট কথাকে মনে নিতে বাধা দেবে. এবার প্রশ্ন হলো এই যে জ্ঞান বৃদ্ধি পাবে কিভাবে? আপনার জ্ঞান বৃদ্ধি পেতে শুরু করবে তখন যখন আপনি শুনতে শিখবেন. শোনার পর কথাগুলিকে ফিল্টার করে দিন. যে কোন কথাটিকে রাখতে হবে. আর কোন কথাটিকে ইগনোর করতে হবে. যদি আপনি ভেবে নেন যে আমি তো সব জানি. আমি তো সব পারি. তাহলে বুঝে যাবেন যে আপনার জ্ঞান অনেক কম আছে. এখনো অনেক কিছু শিখতে বাকি আছে আপনার দেখুন আমি সব জানি এই অ্যাটিটিউডটি অজ্ঞানী হওয়ার সব থেকে বড় সংকেত স্টিভেন হকিং বলতেন যে জ্ঞানের সব থেকে বড় শত্রু হলো নিজেকে জ্ঞানী মনে করার ভ্রম. যখন আমরা ভাবি যে আমি তো সবকিছু জানি. তখন আমরা লাইফের প্রতিটি সিচুয়েশনকে নিজের মধ্যে থাকা ওই সামান্য জ্ঞান দিয়েই handle করার চেষ্টা করি. রান্না করার ক্ষেত্রে যদি আপনার শুধুমাত্র ডালের রেসিপিকে জানা থাকে সেম রেসিপি দিয়ে তো আপনি মটর পনির বানিয়ে দিতে পারবেন না. তাই না? obviously অন্য সবজিকে অন্যভাবেই রান্না করতে হবে. Exact. লাইফ এ আসতে থাকা প্রবলেমগুলিকেও. আমাদেরকে আলাদা আলাদা ভাবে ট্যাকেল করতে হয় নিজেকে একটু পরিবর্তন করতে হয়. নিজের জ্ঞানের পরিধিকে বাড়াতে হয়. যদি আপনি একইভাবে প্রতিটি প্রবলেমকে সল্ভ করার চেষ্টা করবেন. তাহলে প্রবলেম তো সল্ভ হবেই না. সাথে সাথে আপনার জ্ঞানও বৃদ্ধি পাবে না. আপনি হেড পাচ্ছেন যে সমস্ত জায়গা থেকে আপনার কনফিডেন্স কমে যাচ্ছে যে সকল আপনাকে ডিমোটিভেট করছে. তাদের কথাকে শুনে নিজের মধ্যে সেই গুণকে বাড়িয়ে দেবেন না. যখনই আপনি যখনই আপনি লোকেদের হিট ডিমোটিভেশন থেকে দূর হবেন তখনই আপনার মনে হবে যে তারা তো অনেক পেছনে থেকে গেছে এই জন্যেই প্রতিটি কথাকে মনে নিয়ে নেওয়ার পরিবর্তে জ্ঞানী হন. লোকেদের কথাকে মনে নিয়ে নিলে আমরাই দুঃখ পাই. মানে আপনি একাই কারোর কেয়ার করছেন. আপনি একাই হার্ট হচ্ছেন. আর আপনারই মনে সেটি আঘাত পৌঁছে. আপনাকে ছোট ফিল করাচ্ছে. এর থেকে তো ভালো আপনি just ignore করুন. এবং নিজেকে সফল বানান. জ্ঞান আপনাকে এতটা উচ্চতায় নিয়ে যায় যে সেখান থেকে এই সমস্ত জিনিসগুলিকে আপনি পিঁপড়ের ন্যায় ছোট দেখতে পান. এই জন্যেই মহান হন অহংকারই নয়. নিজের নলেজকে প্রসার করুন. এই knowledge ই আপনাকে লাইফ এর প্রবলেম কে solve করে দেবে. এবং সব সময় আপনাকে খুশি রাখবে. জীবনকে সহজ করে দেবে আশা করছি এই আর্টিকেল টি আপনার ভালো লেগেছে.
We respect your freedom of speech.
Please don't write anything that might violate someone else's privacy.