Speech |
কথা একটা যুদ্ধ শুরু করে দিতে পারে. আবার এই কথাই দুটো মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করতে পারে. তাই নিজের কথা এবং বক্তব্য শক্ত এবং পরিষ্কারভাবে প্রকাশ করাটা খুবই জরুরি.
জোরের সাথে এবং পরিষ্কার ভাবে কথা বলার দায়িত্ব আমাদের সবার নিতে হবে. মনোভাব পরিষ্কার ভাবে প্রকাশ করতে না পারলে তা আমাদের মানসিক অবস্থার ওপর অনেক প্রভাব ফেলে. আমরা আমাদের মনের কথা ঠিক মতো বলতে না পারলে সবাই হতাশ হয়ে যাই. অনেক মানুষকে এমন অভিযোগ করতে দেখা যায়, তারা যখন কথা বলে, কেউ তাদের কথা শোনে না.
relationship এ সবচেয়ে common অভিযোগ কোনটা?
সে আমার কোন কথাই শোনে না. আমি আজকে আপনাদের জোর দিয়ে দৃঢ়তার সাথে কথা বলার চারটা ভিত্তির কথা বলবো. আমার বিশ্বাস কথা বলার সময় এই চারটা ভিত্তি ঠিক থাকলে আপনি আপনার কথা দৃঢ়ভাবে সবাই মনোযোগ দিয়ে শুনবে এমন ভাবে বলতে পারবেন.
১ নং হলো honesty. বা সততা. মানে কথা বলার সময় স্পষ্ট এবং স্বচ্ছ থাকা. শুধুমাত্র সত্য কথাটা বলা.
২ নং ভিত্তি হলো authenticity. বা অকৃত্রিমতা. আপনার অভিনয় বা ভান করার কোন প্রয়োজন নেই. সাধারণত যারা নিজের মতো থাকে তারা অনেক শক্তিশালী ভাবে নিজেকে প্রকাশ করতে পারে. তাই ভান করবেন না. বা অন্যের মতো করে নিজেকে প্রকাশ করবেন না. নিজের মতো করে নিজেকে উপস্থাপন করুন.
৩ নং ভিত্তি হলো ইন্টারভিউ বা অখণ্ডতা. আপনার কথার সাথে কাজের মিল রাখা. যদি যদি আপনি কাউকে কোনো কথা দেন তাহলে তা রাখার চেষ্টা করুন. মানুষের কথার শক্তি অনেক. তাই আপনি যদি কাউকে কথা দেন কিন্তু আপনি কখনোই সেই কথা যদি না রাখেন তাহলে আপনাকে আর কেউ বিশ্বাস করবে না. এরপরে যখন আপনি কোনো সিরিয়াস ব্যাপারে কথা বলবেন এবং কোনো promise করবেন তখন কেউ আপনাকে seriously নেবে না. আপনাকে বিদ্রুপ করবে.
৪ নং ভিত্তি হলো love বা ভালোবাসা. আমি এখানে প্রেমিক বা প্রেমিকার ভালোবাসাকে বোঝাচ্ছি না. আমি এখানে বোঝাচ্ছি মানুষ হিসাবে আর একজন মানুষকে ভালোবাসার কথা. তাদের মঙ্গল কামনার কথা. সুতরাং এই ভালোবাসা হলো দয়াশীলতা. এবং এটা পুরো কথোপকথনের উপর অনেক প্রভাব ফেলে.
কথা বলার এই চারটা ভিত্তি অনেক জরুরি এবং শক্তিশালী. কিছুদিন কথা বলার সময় এই চারটা ভিত্তি অনুসরণ করুন. তাহলেই দেখতে পারবেন আপনার কমিউনিকেশন স্কিলে কতটা পরিবর্তন এসেছে. আপনি এই ভিত্তিগুলি বাস্তব জীবনে কাজে লাগান. কথা বলার সময়. তাহলে আমি এটা নিশ্চয়তা দিতে পারব না যে মানুষ আপনাকে perfect ভাবে শুনবে. কিন্তু আমি এটা বলতে পারি আপনি আরো বেশি ভালোভাবে সুযোগ পাবেন মানুষকে আপনার কথাটা বুঝিয়ে বলতে. আমরা এমন একটা পৃথিবী পাব যেখানে শব্দ আর কথায় ভুল বুঝে একে অন্যের মধ্যে বিবাদ তৈরি হবে না. মানুষ একজন আরেকজনের কথা ভালোমতো বুঝতে পারবে. একজন আরেকজনকে ভালো মতো বুঝিয়ে কথা বলতে পারবে. কষ্ট লুকিয়ে থাকবে না আর ভালোবাসার কথাও অজানা থাকবে না. ধন্যবাদ সবাইকে.
We respect your freedom of speech.
Please don't write anything that might violate someone else's privacy.