Success |
যখন আপনাকে আটকানোর সমস্ত চেষ্টা ফেল হয় যাবে তখন মানুষ আপনাকে পাগল বলা শুরু করবে. আপনি কি জানেন আসল পাগলামো কাকে বলে?
আসল পাগলামো হলো সেটা যা মানুষের গালিকে তালিতে পরিবর্তন করে দেবে. এই পোস্ট টি আপনার মধ্যে পাগলামো নিয়ে আসবে আর লোকের গালিকে তালিতে পরিবর্তন করতে হলে পোস্ট টি শেষ পর্যন্ত অবশ্যই পড়বেন. আজ আমি আপনাকে দিয়ে সেই কাজটি করাবো যে কাজটি করতে গিয়ে আপনার বুক কেঁপে ওঠে আজ আমি আপনাকে সেটা ভাবতে বাধ্য করাবো যা ভাবতে গিয়ে আপনি না জানি আপনার কত মূল্যবান সময়কে নষ্ট করেছেন. আর আপনাকে এতটা জেদি তৈরি করে দেবো যে কেউ আপনাকে ঠকাতে পারবে না.
কিন্তু এই সবকিছুর জন্য আপনাকে পাগল হতে হবে. এক লাইনে যদি বলি তাহলে হ্যাঁ আজ আমি আপনাকে পাগল তৈরী করবো সেই পাগল নয় যাদের আপনি হসপিটালে দেখেন আমি আপনার ভিতরে সেই পাগলামো নিয়ে আসবো আপনাকে এই পৃথিবীর সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে সাহস দেবে. এমন একটি পাগলামো, যেখানে না আপনার ঘুমের কোনো চিন্তা থাকবে, না কোনো সুখের লোভ থাকবে. না কাউকে পাওয়ার ইচ্ছা থাকবে আর না কাউকে হারানোর ভয় থাকবে. একটি পাগল মুসাফিরের মতো আপনাকে তৈরি হতে হবে. একটি ইতিহাস তৈরি করতে হবে. আপনি কি রাস্তাতে কোন পাগল মানুষকে ঘুরে বেড়াতে দেখেছেন? আর ওই পাগল মানুষটিকে যখন আপনি দেখেন তখন আপনার brain এ কি রকমের কথা আসে ও হয়তো আপনি তাকে দেখে তার থেকে দূরে চলে যান আর তাকে হয়তো কেউ বিরক্তও করতে চায় না কারণ সবাই জানে সে পাগল. আর তাকে আপনি পাগল বলুন. বোকা বলুন, গাধা বলুন. এতে তার কোনো কিছুই যায় আসে না. ঠিক একইভাবে যখন আপনি আপনার কাজের জন্য এতটা পাগল হয়ে যাবেন আপনার সফলতার রাস্তা গুলো ধীরে ধীরে খুলে যাবে. তখন আপনার মানুষের কথাতে গালিতে কোনো কিছু যায় আসবে না. অন্য কেউ আপনাকে ব্যবহার করতে পারবে না. অন্য কেউ আপনাকে ধোঁকা দিতে পারবে না. আপনি তখন কেবলমাত্র আপনার লক্ষ্য এবং রাস্তা দেখতে পাবেন. যেমন ভাবে একটি পাগল মানুষের মধ্যে কষ্ট অনুভব করার ক্ষমতা অনেক কম থাকে একইভাবে যখন আপনার মধ্যেও কষ্ট অনুভব করার ক্ষমতা কম হয়ে যাবে তখন আপনি কোন কিছুতেই ভয় পাবেন না. তখন আপনার কারো অপমানে ভয় থাকবে না. সারারাত্রি জেগে নিজের কাজ করতে ভয় লাগবে না. নিজের স্বপ্নকে অর্জন করার জন্য বুদ্ধিমান হওয়ার সঙ্গে সঙ্গে পাগল হওয়ারও প্রয়োজন আছে.
আমি আপনাদের এটা জিজ্ঞেস করতে চাই আপনার মধ্যে পাগলামো কি শুধু ভালোবাসার জন্যই থাকবে? আপনার পাগলামো কি কেবলমাত্র অন্যের সঙ্গে ঝগড়া করার সময় থাকবে. কখনোই না জীবনে একটি কথা সবসময় মনে রাখবেন বুদ্ধিমান মানুষগুলো যাদের গল্প শুনে inspire হয় তারা পাগল মানুষই হয় যারা ওই গল্পের হিরো হয় এই কারণেই হয়তো দশম ক্লাসে ফেল হয়ে যাওয়া শচীন টেন্ডুলকারের বায়োগ্রাফি মহারাষ্ট্রের স্কুলের ইতিহাস বইয়ের প্রথম চ্যাপ্টার হয়তো শচীন টেন্ডুলকারের মধ্যে সেই পাগলামো ছিল যার কারণে নিজের দেশের জন্য চব্বিশ বছর ক্রিকেট খেলতে পেরেছেন. ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের মধ্যেও সেই পাগলামো ছিল যার কারণে এয়ার ফোর্স এ রিজেক্ট হয়ে যাবার পরেও হতাশ না হয়ে একটি মহান scientist হয়ে দেখান. আর পাগলামোর গল্পতে একটি গল্পতা আপনাদের অবশ্যই জানা দরকার. যা আপনার চোখ খুলে দেবে.
একটি ছেলে যার ফুটবল খেলার অনেক শখ ছিল. আর সে তার জীবনে অনেক বড় ফুটবলার হতে চেয়েছিল. তার শরীরে একটি রোগ ছিল. আর যেমনটা অনেক সফল মানুষের সঙ্গেই হয়েছে. তেমনটা ওই ছেলেটির সঙ্গে হয়েছিল. ওই ছেলেটিকে ডক্টর বলে দিয়েছিল সে কখনোই ফুটবল ময়দানে যেতে পারবে না. আর যদি এমনটা সে করতে যায় তাহলে সে মারা যাবে. ওই পাগল ছেলেটির মধ্যে এত বেশি জেদ ছিল যে ডক্টরের কথা না মেনে ছেলেটি নিজের শরীরে অপারেশন করায়. আর ফুটবলের মাঠে খেলার জন্য নামে. আর ফুটবলের ইতিহাসকেই বদলে দেয়. আর আজ সেই ছেলেটি পৃথিবীর সব থেকে দামি ফুটবল প্লেয়ার. আমি আপনাদের কথা বলছি. জগতের লেজেন্ড লিওনের মেসির সম্পর্কে যার প্রতি ভালোবাসা মানুষের এত বেশি এনাকে ফুটবলের got বলা হয়. যদি এই সবার মধ্যে সেই পাগলামো জেদ না থাকতো যদি এরা অন্যের কথা মেনে নিত তাহলে হতে পারে এরা আজ লাখো কোটি মানুষের inspiretion হতে পারত না. কে বলেছে? Nature ও signature কখনো পরিবর্তন হয় না. কেবলমাত্র একটি আঘাতের প্রয়োজন. যদি আঙুলে আঘাত লাগে তাহলে সিগনেচার বদলে যায়. যদি মনে আঘাত লাগে তাহলে nature বদলে যায় আগামী এক বছরের জন্য আপনি পাগল হয়ে যান নিজেকে এতটা পাগল তৈরী করুন যে একটি নতুন ইতিহাস তৈরী করে দেবেন. এমন একটি পাগল মানুষ এতে কোনো কিছু যায় আসে না যে মানুষ কি বলছে এমন একটি পাগল মানুষ যার রাস্তায় যত বাধাই আসুক না কেন সে সব কিছু পার করে চলে যাবে. সব শেষে আপনাদের এটাই বলতে চাই একটি পাগল মানুষ one man Army র থেকে কম কিছু হয় না. কারণ এরা নিজেকে কখনোই বেচারা মনে করে না. এরা কেবলমাত্র নিজের লক্ষ্য ছাড়া আর কিছুই দেখতে পায় না. আগামী একটি বছরের জন্য আপনি যে লক্ষটা পূরণ করতে চান তার জন্য লাগিয়ে দিন. এক বছরের জন্য আপনি পিছন ফিরে দেখবেন না. আগামী এক বছরের জন্য আপনি এসব ভাবা বন্ধ করে দিন. কার বিয়ে হচ্ছে, কার পার্টি আছে, কে ঘুমিয়ে আছে আর কে কান্না করছে. এই সবকিছুকে এক বছরের জন্য ভুলে যান. এই একটি বছর নিজেকে পাগল তৈরী করুন. আর হয়তো এই একটি বছর পার হয়ে যাবার পরে আপনার আগামী একশোটা বছর ভালো হয়ে যাবে. এক বছরের পরিশ্রমের ফলে হতে পারে আপনি এত বেশি সফল হয়ে যাবেন যে যারা আপনাকে গালি দিত তারাই এখন আপনার জন্য তালি বাজাতে বাধ্য হবে. হয়তো এক বছরের পাগলামোর কারণে আপনি এত বেশি কিছু অর্জন করে নেবেন যা অন্য মানুষরা সারা জীবনেও অর্জন করতে পারবে না. কোনরকমে চিন্তা না করে আগামী একটা বছর নিজের জীবন তৈরি করার জন্য লাগিয়ে দিন এক বছর পর যখন আপনি নিজেকে দেখবেন তখন আপনার ভাগ্য এবং ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে. আর একটি স্বপ্নের জীবন অর্জন করতে পারবেন.
We respect your freedom of speech.
Please don't write anything that might violate someone else's privacy.